এক সাক্ষাৎকারে কাজল নিজেই জানালেন এ কথা৷ বড় পর্দায় রাজত্ব করার পর এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন অজয় পত্নী৷ ‘দ্য ট্রায়াল: প্যায়ার কানুন ধোকা’ নামের নতুন ওয়েব সিরিজে এক মায়ের ভূমিকায় দেখা যাবে কাজলকে৷ যাঁর স্বামী একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন৷ কাজলের চরিত্রটিকে এই ঘটনার পর আদালতে ফিরে আসতে দেখা যাবে৷ ছবিতে কাজলের সঙ্গেই দেখা যাবে বাঙালি অভিনেতা যিশ সেনগুপ্তকে৷
advertisement
ওয়েব সিরিজে তিনি প্রথমবার মায়ের ভূমিকায়৷ তবে পর্দায় বহু আগে থেকেই মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি৷ বাস্তবে মা হওয়ার আগে থেকেই তিনি মায়ের ভূমিকায় অভিনয় করেছেন৷
আরও পড়ুন: আর কী হিরো হবেন না সলমন? বনশালির সঙ্গে দেখা করলেন ভাইজান! কোন ছবির কথা হল?
কাজলের কথায়,‘‘আমি পর্দায় ১২০ বার মায়ের ভুমিকায় অভিনয় করেছি৷ আমার মনে হয় পর্দায় মায়েরা বাস্তবের মায়েদের চেয়ে অনেকটা আলাদা ৷’’ সন্তানদের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক যথেষ্ট জটিল৷ বহু মোড় থাকে সেই সম্পর্কে৷ বাস্তবে বাবা মা এবং সন্তানের সম্পর্ক একটু অদ্ভুত হয়৷ ‘‘আমি সবসময় আমার সন্তানদের বলি, তোমার কিছু কাজ আমার পছন্দ নাও হতে পারে৷ কিন্ত তাও সবসময় জানবে আমি তোমাদের ভালবাসি।’’ সন্তানদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলেন কাজল।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা নায়িকা, ছবি শুরুর আগেই মাথায় হাত সৃজিতের? শুভশ্রীকে নিয়ে মুখ খুললেন পরিচালক
এই প্রসঙ্গেই আরও কথা বলতে গিয়ে কাজল বলেন তাঁর এক আত্মীয়ের কথা। যাঁর বয়স ৪৮ বছর। নিজের পরিবারেই এমন অসাধারণ অভিনেত্রী আছেন৷ কিন্তু তাও কাজলের ছবি দেখেন না তিনি৷ কাজলের কথায়,‘‘আমার এক আত্মীয় (আন্ট) আমার ছবি দেখেন না কারণ আমি খুব ভাল অভিনয় করি৷ আমি শুনে অবাক হয়ে গিয়েছিলাম৷ আমাকে পর্দায় কাঁদতে দেখতে পারেন না তিনি৷ আমি এত ভাল অভিনয় করি যে আমার কান্না উনি দেখতে পারেন না৷ আমি এটা প্রশংসা হিসেবেই নিয়েছি৷’’
তবে কাজলের কান্না শুধু তাঁর আত্মীয়ই নয়, তাঁর সন্তানরাও দেখতে পারে না৷ পর্দায় মায়ের কাঁন্না সহ্য করতে পারেন না নাইসা এবং যুগ৷