এর আগে বৃহস্পতিবার প্রি-ওয়েডিং সেরিমনিতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের নিজের একটি দুষ্টু-মিষ্টি ছবিও পোস্ট করেছিলেন কাজল। আর ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন, '#kajgautkitched'।
advertisement
কাজলের ছবি পোস্টের আগেই যেমন গায়ে হলুদের অনুষ্ঠানের নানা ছবি ইন্টারনেটে ভাইরাল হয় ৷ তেমনি, আজ শুক্রবার বিয়ের দিনের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও সময় লাগেনি ৷ নববধূর সাজে কাজলকে দেখে মুগ্ধই হতে হয় ৷ গোলাপী ঘাগড়া ও হাত ভর্তি মেহেন্দিতে দারুণ লাগছিল ‘সিঙ্ঘম গার্ল’-কে ৷
এর আগে গায়ে হলুদের অনুষ্ঠানেও হলুদ পোশাক ও ফুলের গয়নায় মোহময়ী লাগছিল কাজলকে। বিয়ের অনুষ্ঠান নিয়ে কাজলের বোন নিশা আগরওয়াল বললেন, 'কোভিড ১৯-এর জন্য অনুষ্ঠানে বিশেষ আড়ম্বর থাকছে না। সব বিধিনিষেধের মধ্যেই আমরা বিয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছি। কাজলের বিয়ে ও নতুন জীবন শুরু নিয়ে আমরা সবাই খুব আনন্দে আছি।'
এর আগে, মেহেন্দি অনুষ্ঠানের ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সিংঘম অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি শেয়ার করেন তিনি। ফ্লোরাল প্রিন্টের ট্র্যাডিশনাল আউটফিটই মেহেন্দি অনুষ্ঠানের জন্য বেছে নেন কাজল। দশেরার দিনই স্বামী গৌতম কিচলুর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন কাজল ৷