প্রকাশ্যে এল পরিচালক সুজয় ঘোষের কাহানি ২-এর ট্রেলার ৷ আর ট্রেলারেই পুরো আকর্ষণটা কেড়ে নিলেন সুজয় ৷
ছবিতে বিদ্যা বালন রয়েছেন দুই নামে? এক বিদ্যা, আরেক দুর্গারানি সিং ৷ বিদ্যা এক মেয়ে মা, যার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ আর দুর্গারানি একজন কিডন্যাপার ও খুনি ৷ তদন্তে নামেন পুলিশ অফিসার অর্জুন রামপাল ৷ হাতে আসে বিদ্যার লেখা একটা ডায়েরি ! ব্যস, গল্পের প্যাঁচ শুরু সেখানে থেকেই ৷
advertisement
ট্রেলার প্রশ্ন ছুঁড়ে দেয়, দুজনেই কী একই বিদ্যা? নাকি বিদ্যার ডবল রোল ! ছবিতে বিদ্যার মেয়েও বার বার কী বলতে থাকে? কীসের মধ্যে লুকিয়ে রহস্যের সমাধান ! উত্তর তো পাওয়া যাবে ২ ডিসেম্বর ৷ ছবিটি মুক্তি পাওয়ার পরেই ৷
কাহানি ২-তে রয়েছেন বিদ্যা বালন, অর্জুন রামপাল, টোটা রায়চৌধুরী ৷ কাহানি ছবির প্রায় তিন বছর পর মুক্তি পেতে চলেছে কাহানি-র সিকোয়েল, কাহানি ২ !
ছবির ট্রেলার দেখে খুশি অমিতাভ বচ্চনও ৷ তিনি করেছেন ট্যুইট !
