বড় মাপের চরিত্রাভিনেতা ছিলেন কাদের খান। আবার একাধারে ছিলেন বলিউডের অন্যতম চর্চিত সংলাপ রচয়িতা। আজও আপামর সিনেপ্রেমী মনে রেখেছে কাদের খানকে। তবে জানেন কি প্রয়াত অভিনেতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক একেবারেই সুমধুর ছিল না। এর জেরে একাধিক ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। সেটা ছিল কাদের খানের কেরিয়ারের বড় ধাক্কা। তবুও মাথানত করতে রাজি ছিলেন না এই কাদের খান। বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন কাদের খান ও অমিতাভ বচ্চন। আবার অমিতাভের বহু হিট সংলাপ বেরিয়েছে কাদেরের কলম থেকে। সেই সব ছবির অন্যতম ‘অমর আকবর অ্যান্টনি’, ‘দো অউর দো পাঁচ’, ‘কালিয়া’,’সত্তে পে সত্তা’, ‘কুলি’, ‘শাহেনশা’, ‘অগ্নিপথ’-তালিকাটা বেশ দীর্ঘ।
advertisement
আরও পড়ুন: দুর্গাষ্টমীতে ঘরে আনুন এই জিনিস, সঙ্গে সঙ্গে আসবে সমৃদ্ধি-অর্থ! জানুন বাস্তু টিপস
পুরোনো এক সাক্ষাৎকারে কাদের খান বলেছিলেন, ‘আমি অমিতজি’কে অমিত বলে সম্বোধন করতাম। একজন প্রযোজক আমাকে এসে বলল, আপনি স্যরজির সঙ্গে দেখা করেছেন? আমি বললাম স্যরজি কে? উনি জবাব দেন, ‘আপনি স্যরজিকে চেনেন না? ওই যে অমিতজি আসছেন’। আমি তখন জানাই- ও তো অমিত, ও আবার স্যরজি কবে থেকে হল? প্রযোজক চোখ গোলগোল করে বলল, আমরা ওঁনাকে স্যরজি বলি। এরপর দেখলাম সবাই অমিতকে স্যরজি বলছে। তবে আমার মুখ দিয়ে ওটা বার হল না। আমি ওই গ্রুপ থেকে বেরিয়ে গেলাম। কেউ কি নিজের বন্ধু বা ভাইকে স্যারজি বলতে পারে?’
আরও পড়ুন: কাদের খান-অরুণা ইরানির হাতে চড় খেয়েছিলেন শক্তি কাপুর, ভেবেছিলেন অভিনয় ছাড়বেন!
২০১৫ সালে ‘হোগায়া দিমাগ কা দহি’তে শেষবার দেখা মিলেছিল কাদের খানের। দীর্ঘ অসুস্থতার পর ২০১৯ সালের ১লা জানুয়ারি প্রয়াত হন কাদের খান। তাঁর মৃত্যুর পর অমিতাভ বচ্চন টুইট বার্তায় লেখেন, ‘কাদের খান চলে গেলেন। খুবই দুঃখজনক খবর। দুর্দান্ত মঞ্চ অভিনেতা এবং ফিল্মি দুনিয়ার সব থেকে প্রতিভাবান অভিনেতাদের অন্যতম। আমার বহু সফল ছবির লেখকও বটেন। সঙ্গে এক জন ম্যাথমেটিশিয়ানও।’