TRENDING:

Shefali Jariwala Death Update: স্তম্ভিত ভক্তরা, মাত্র ৪২-এ কীভাবে মৃত্যু কাঁটা লাগা গার্ল শেফালির? অবশেষে জানা গেল কারণ

Last Updated:

শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি সহ মোট চারজন তাঁকে হাসপাতালে নিয়ে যান৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকরা শেফালিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বাই: মাত্র ৪২ বছর বয়সে কীভাবে মৃত্যু হল ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী মডেল শেফালি জারিওয়ালার? অভিনেত্রীর পরিবার বা ঘনিষ্ঠরা শেফালির মৃত্যুর কারণ নিয়ে মুখ না খোলায় ধোঁয়াশা আরও বেড়েছে৷ একে মাত্র ৪২ বছর বয়সে অভিনেত্রীর মৃত্যু, তার উপর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় বলিউডের শেফালির পরিচিত এবং সতীর্থদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ একই প্রশ্ন ভক্তদেরও৷
অভিনেত্রী শেফালি জারিওয়ালের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা৷
অভিনেত্রী শেফালি জারিওয়ালের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা৷
advertisement

তবে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’ সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেত্রীর৷ মুম্বাইয়ের যে হাসপাতালে অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয়, সেখানকার এক কর্মীই এই তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ শুক্রবার রাতেই অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হন বলে খবর৷

হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি সহ মোট চারজন তাঁকে হাসপাতালে নিয়ে যান৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকরা শেফালিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান ‘কাঁটা লগা’-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ কাঁটা লগা গার্ল নামেই বিখ্যাত হয়ে যান শেফালি৷ পরবর্তী সময়ে সলমন খান অভিনীত মুঝসে শাদি করোগি ছবিতে অভিনয় করেন তিনি৷ এ ছাড়াও নাচ বলিয়ে, বিগ বস ১৩-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নেন শেফালি৷ বেশ কয়েকটি আঞ্চলিক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shefali Jariwala Death Update: স্তম্ভিত ভক্তরা, মাত্র ৪২-এ কীভাবে মৃত্যু কাঁটা লাগা গার্ল শেফালির? অবশেষে জানা গেল কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল