তবে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’ সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেত্রীর৷ মুম্বাইয়ের যে হাসপাতালে অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয়, সেখানকার এক কর্মীই এই তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ শুক্রবার রাতেই অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হন বলে খবর৷
হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি সহ মোট চারজন তাঁকে হাসপাতালে নিয়ে যান৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকরা শেফালিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন৷
২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান ‘কাঁটা লগা’-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ কাঁটা লগা গার্ল নামেই বিখ্যাত হয়ে যান শেফালি৷ পরবর্তী সময়ে সলমন খান অভিনীত মুঝসে শাদি করোগি ছবিতে অভিনয় করেন তিনি৷ এ ছাড়াও নাচ বলিয়ে, বিগ বস ১৩-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নেন শেফালি৷ বেশ কয়েকটি আঞ্চলিক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি৷