মঞ্চে উঠে বেবি, নেভার লেট ইউ গো, লাভ ইউরসেলফ, পীচস, বয়ফ্রেন্ড, সরি এবং কোথায় আর ইউ নাউ এর মতো জনপ্রিয় গানগুলি গেয়েছেন জাস্টিন। অনন্ত-রাধিকার সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন হলিউড তারকাও। জাস্টিন তাঁর পারফরম্যান্সের সময় মঞ্চে অনন্তকেও সামিল করে নেন। অনন্তের পাশে দাঁড়িয়েছিলেন তার আকাশ আম্বানি। মঞ্চে বিবারের সঙ্গে কথাও বলতে দেখা গেল তাঁকে। অনন্ত পপ তারকাকে আলিঙ্গন করেন। জাস্টিনের সঙ্গে খোশমেজাজে আড্ডাও দেন।
advertisement
আরও পড়ুন: পোশাক জুড়ে সোনা আর সোয়ারভ্স্কি ক্রিস্টালের কারুকাজ! নজর কাড়লেন অনন্ত-রাধিকা
আরও পড়ুন: চার নাতি-নাতনিকে নিয়ে আদরে বুঁদ! মুকেশ এবং নীতা আম্বানির এই ভিডিও হাসি ফোটাবেই
গত বৃহস্পতিবার রাতেই নাতি অনন্ত এবং হবু নাত-বৌ রাধিকার জন্য চোখধাঁধানো ডান্ডিয়া নাইটের আয়োজন করেছিলেন স্বয়ং কোকিলাবেন আম্বানি। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনন্ত-রাধিকার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবেরা। অতিথি তালিকায় ছিলেন বলিউড তারকারাও। শুক্রবার ছিল তাঁদের সঙ্গীত অনুষ্ঠান। একসঙ্গে নতুন যাত্রা শুরুর পথে অনন্ত-রাধিকা।