আরও পড়ুনঃ রোজ ডে-তে বলিউডের ৭ গান, ভালবাসার সুগন্ধ ছড়িয়ে দেবে প্রেমের সম্পর্কে
তিনি আরও বলেন, ‘৭০ টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখেছি।আধিকারিকরা ছুটে এলেন আমাকে দেখে। আমাকে বললেন যে আপনি কেন টিকিট কেটেছেন ? আপনার জন্য সামনের দিকে বিশেষ সিট আছে।’ বিচারপতি তাঁদের উদ্দেশ্যে বলেন, ‘আমি টিকিট কাটব না কেন? সব বিচারপতিই টিকিট কাটেন। আপনাদের যেখানে ইচ্ছা সেখানে বসাতেই পারেন, তাতে আমার কোন আপত্তি নেই।’
advertisement
গতবছর, বড়দিনের আগেই বাংলার প্রেক্ষাগৃহে আসে এই ছবি। দেবের ‘প্রধান’ গত ২২ ডিসেম্বর মুক্তি পায়। ‘প্রধান’ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যায় দেবকে। অন্যদিকে, গ্রামের মাস্টারমশাইয়ের ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ সেন পরিচালিত ছবিটিতে দেব অর্থাৎ দীপক প্রধানের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন টেলি অভিনেত্রী সৌমিতৃষাকে। এছাড়াও ছবিতে আছেন মমতা শংকর, সাবিত্রী চট্টোপাধ্যায়, কনীনিকা , সোহম চক্রবর্তী প্রমুখ ।