ভিডিয়োর ক্যাপশনে জুন লিখেছেন, ‘‘আপনি কতটা মাল্টিটাস্ক করতে পারেন এবং সামঞ্জস্য রক্ষা করতে পারেন, সেটাই সব ৷’’ জুন জানিয়েছেন এই ‘বিহাইন্ড দ্য সিন’ এই ছবি পীযূষ গঙ্গোপাধ্যায়ের ‘জালবন্দি’-র ফ্লোর থেকে ৷
গত এক দশক ধরে মমতার পাশে থেকেছেন জুন মালিয়া৷ কিন্তু তৃণমূলে আনুষ্ঠানিক যোগদান এ বছরই ৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন এ বারই প্রথম ৷ নির্বাচনের আগে প্রচারে কোনও খামতি রাখেননি জুন ৷ মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও প্রচার চালিয়েছেন ৷ তিনি যে মহিষাদল রাজবাড়ির মেয়ে, সে কথা ভোটারদের মনে করিয়ে দিয়েছেন বার বার ৷
advertisement
কলকাতার অভিজাত ইংরেজি মিডিয়ামের ছাত্রী জুনের মুখে ইংরেজি অনর্গল ৷ কিন্তু নির্বাচনের আগে পাল্টে ফেলেছিলেন নিজের ভাবমূর্তি ৷ তার ফলও ধরা পড়েছে ভোটযন্ত্রে ৷ জীবনের প্রথম নির্বাচনেই জয়ী হয়ে বিধানসভায় হাজির বিধায়ক জুন ৷
নির্বাচন শেষ হওয়ার পরও ময়দান থেকে হারিয়ে যাননি জুন ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী বিশ্বজিৎ মাহাতো করোনা পরবর্তী সমস্যায় হৃদরোগে প্রয়াত হন গত মাসে ৷ তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জুন ৷ সহযোগিতার আশ্বাস দেন ৷ প্রয়াত বিশ্বজিতের শিশুপুত্রের পড়াশোনার যেন অসুবিধে না হয়, সে দিকটিও দেখবেন বলে আশ্বাস বিধায়ক জুনের ৷
জনপ্রতিনিধি হিসেবে কাজের পাশপাশি জুন ছাড়েননি তাঁর অভিনেত্রী সত্তাও ৷ তিনি যে দু’ দিক ভারসাম্য রক্ষা করে চলতে চান, সেই ইঙ্গিত স্পষ্ট তাঁর পোস্টে ৷ ‘জালবন্দি’-র পাশপাশি জুনকে দেখা যাবে অরিন্দম শীলের ‘খেলা যখন’-এ ৷ এই প্রথম এই ছবিতে একসঙ্গে কাজ করবেন বিধায়ক জুন এবং সাংসদ মিমি ৷