TRENDING:

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে হামলা, গ্রেফতার অভিনেতা জয় মুখোপাধ্যায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ উঠল তাঁরই প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত জয় মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানা ৷ আজ শনিবারই জয়কে আলিপুর আদালতে তোলা হবে৷
advertisement

অভিযোগ, শুক্রবার দুপুরে সায়ন্তিকার গাড়িকে ধাওয়া করেন জয়৷ সার্দান অ্যাভিনিউয়ের কাছে আসতেই অভিনেত্রীর গাড়ি দাঁড় করান৷ এরপর গাড়িতে হামলা করার অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে৷ ঘটনার সময় গাড়িতেই ছিলেন সায়ন্তিকা৷ তাঁকে জয় হেনস্থাও করেন বলে অভিযোগ৷

জয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ শনিবারই তাঁকে আদালতে তোলা হবে ৷

advertisement

সায়ন্তিকা জানিয়েছেন, গতকাল দুপুরে সার্দান অ্যাভিনিউয়ের চার মাথার কাছেই তাঁর বিএমডব্লিউ গাড়ি তখন ৷ হঠাৎ নিজের গাড়ি নিয়ে নায়িকার রাস্তা আটকান অভিনেতা জয় মুখোপাধ্যায় ৷ গাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর গাড়ির সামনের দিকের দরজার হাতল ধরে টানতে শুরু করেন ৷ নায়িকার কথায়‘‘এমনভাবে জয়ের হাতল টেনেছে যে, হাতলটিই ভেঙে গিয়েছে ৷ রাস্তার মাঝে এমন উগ্র হয়ে গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছিল যে কী বলব ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

নায়িকা আরও জানান, সে সময় তাঁর গাড়ির সামনের সিটে বসেছিলেন সায়ন্তিকার ম্যানেজার অমিত ৷ তিনি পরিস্থিতি বেগতিক দেখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা দু’জন পুলিশকে ডাকেন ৷ তাঁদের সঙ্গে কথাবার্তা চলছিল ৷ এমন সময় অমিত গাড়ি থেকে বের হলে ৷ তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ জানিয়েছেন সায়ন্তিকা ৷ এমনকী তাঁর ম্যানেজারের গলা টিপেও ধরা হয়েছে বলে অভিযোগ জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এরপরই আইনত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে হামলা, গ্রেফতার অভিনেতা জয় মুখোপাধ্যায়