TRENDING:

সাংবাদিক অরিন্দম বসুর হাত ধরে নেটফ্লিক্সের জন্য তৈরি হচ্ছে বাংলা সিরিজ

Last Updated:

এর আগে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলেন অরিন্দম৷ নাম ছিল দ্যাট গিফট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নেটফ্লিক্সে এখন অভ্যস্ত শহুরে বাঙালি৷ সারাদিন সময় করে টিভি দেখার অভ্যাস প্রায় হারিয়েছে নতুন প্রজন্মের৷ তাই দিনের শেষে নিজের সময় মতো অনলাইন প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে মন দিয়েছে জেন ওয়াই৷ তাদের জন্যই এবার নতুন সিরিজ আনছেন অরিন্দম বসু৷ তবে বাংলায়৷ নাম বক্সড৷ সম্ভবত নেটফ্লিক্সে এটাই প্রথম বাংলা ওয়েব সিরিজ ৷
advertisement

আরও পড়ুন ১৮-এ পা সানার! মেয়েকে কোলে নেওয়া সেই পুরনো ছবি পোস্ট করলেন আবেগ আপ্লুত সৌরভ...

এর আগে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলেন অরিন্দম৷ নাম ছিল দ্যাট গিফট৷ গল্প এবং পরিচালনার দায়িত্বে ছিলেন অরিন্দম নিজেই৷ তবে এবার একটু ব্যতিক্রম হয়েছে৷ নেটফ্লিক্সের জন্য যে  সিরিজের দায়িত্বে রয়েছেন তিনি, তার গল্পটি অরিন্দম নিজে লিখলেও, চিত্রনাট্য অভিরূপ মুখোপাধ্যায়ের৷ অভিরূপের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক৷ অরিন্দমের কথায়, 'দুরন্ত চিত্রনাট্য লিখেছেন অভিরূপ৷ এমনভাবে এগিয়েছে গল্পটি যাতে দর্শকদের বেশ অস্বস্তি হবে৷ একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হবে'৷ ক্যামেরার দায়িত্বে থাকছেন রুপাঞ্জন পাল৷ 'ইয়ং টিমের সঙ্গে কাজ করে বেশ মজা রয়েছে', জানাচ্ছেন পরিচালক৷ 'কারণ নতুনদের কাজের উদ্দামই আলাদা', মানছেন অরিন্দম৷ থ্রিলার নির্ভর এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে রণজয়, অমৃতা চট্টোপাধ্যায়কে৷ এছাড়াও থাকবেন রেচল হোয়াইট, পারিজাত চক্রবর্তী, নবাগতা সুস্মিতা মুখোপাধ্যায়৷

advertisement

আরও পড়ুন এমনিই বাতাসে বিষ, তার উপর বাজির দূষণ মারাত্মক, সতর্ক করছেন ডাক্তাররা, দেখুন Fitফাট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

'চিত্রনাট্য বেশ টানটান এবং তেমনভাবে তৈরি করা হয়েছে চরিত্রগুলি৷ এই সিরিজে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব খুশি', জানিয়েছেন অমৃতা৷ অন্যদিকে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করা রণজয় জানিয়েছে যে গল্পটি শুনে তার গায়ে কাঁটা দিয়েছিল৷ অরিন্দমের পরিচালনায় বক্সড-এর প্রথম সিরিজে থাকবে ৬টি এপিসোড৷ নিউ এজ বাঙালি পরিচালকদের কাজ বারবার মুগ্ধ করেছে দর্শকদের৷ এখন অরিন্দমের সামনেও থাকছে বড় চ্যালেঞ্জ৷ তার গল্প বলার কায়দা পছন্দ হোক জেন ওয়াইের, এমন আশা থাকল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সাংবাদিক অরিন্দম বসুর হাত ধরে নেটফ্লিক্সের জন্য তৈরি হচ্ছে বাংলা সিরিজ