TRENDING:

Jodhpur model attempted suicide : 'নিজেকে শেষ করে দিচ্ছি', বাবাকে ফোন করেই ছ'তলা থেকে ঝাঁপ মডেলের

Last Updated:

Jodhpur model attempted suicide : গুনগুন পেশায় একজন মডেল এবং তিনি যোধপুর শহরের বাসিন্দা। শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরে ফেরেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর : বাবাকে ফোন করে জানিয়েছিলেন, আত্মঘাতী হতে চলেছেন। আর তার পরই ছ'তলা বিল্ডিং এর হোটেল থেকে ঝাঁপ দেন যোধপুরের মডেল গুনগুন উপাধ্যায় (Jodhpur model attempted suicide)। শনিবার রাতের ঘটনা। গুনগুন পেশায় একজন মডেল এবং তিনি যোধপুর শহরের বাসিন্দা। শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরে ফেরেন তিনি। সেই রাতেই যোধপুরের হোটেল লর্ডস ইন থেকে ঝাঁপ দেন তিনি।
'নিজেকে শেষ করে দিচ্ছি', বাবাকে ফোন করেই ছ'তলা থেকে ঝাঁপ মডেলের
'নিজেকে শেষ করে দিচ্ছি', বাবাকে ফোন করেই ছ'তলা থেকে ঝাঁপ মডেলের
advertisement

ছ'তলা হোটেল থেকে ঝাঁপ দেওয়ার আগে গুনগুন তাঁর বাবাকে ফোন করেন এবং বলেন, তিনি আত্মহত্যা করতে চলেছেন (Jodhpur model attempted suicide)। মৃত্যুর পরে বাবা যেন তাঁর মুখ দেখেন, এই কথাও বলেন যোধপুরের এই মডেল। মেয়ের এই কথা শোনা মাত্রই তাঁর বাবা গণেশ উপাধ্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ লোকেশন ট্র্যাক করে পৌঁছয় যেখানে গুনগুন ছিলেন।

advertisement

আরও পড়ুন- বিগবস ফিনালের মঞ্চে গোলাপি শাড়িতে শেহনাজ! অভিনেত্রীর সারল্যে মুগ্ধ নেটিজেন

কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই অঘটন ঘটে গিয়েছে। ছ'তলা থেকে ঝাঁপ দিয়ে দিয়েছেন গুনগুন (Jodhpur model attempted suicide)। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা যাচ্ছে, মডেলের পায়ের ও বুকের হাঁড় ভেঙেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। যার ফলে গুনগুনের অনেক রক্তের প্রয়োজন পড়ছে।

advertisement

আরও পড়ুন- একের পরে এক সাহসী পোশাকে দীপিকা! কালো বডিকন ড্রেসে উষ্ণতা ছড়ালেন বলিউড দিভা

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

তবে ঠিক কী কারণে এমন পদক্ষেপ করলেন যোধপুরের মডেল তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে গুনগুন কোনও কথা বলার মতো অবস্থায় নেই। তাই তাঁর জ্ঞান আসার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এর পিঠনে কী কারণ থাকতে পারে তার জন্য গুনগুনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিষ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jodhpur model attempted suicide : 'নিজেকে শেষ করে দিচ্ছি', বাবাকে ফোন করেই ছ'তলা থেকে ঝাঁপ মডেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল