বিগবস ফিনালের মঞ্চে শেহনাজ গিল। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে ট্রিবিউট জানাতেই উপস্থিত পঞ্জাবের গায়িকা তথা নায়িকা।
এই মঞ্চে শেহনাজকে দেখা গেল গোলাপি রঙের সিকুইনড শাড়িতে। এই শাড়িটি ডিজাইন করেছেন মণীশ মালহোত্র। সঙ্গে পরেছিলেন মানানসই কাটআউট ব্লাউজ।
শাড়ির সঙ্গে ছিমছাম গয়না পরেছিলেন শেহনাজ। মেকআপও ছিল হালকা।
বিগবসের মঞ্চে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন শেহনাজ। এই শো থেকেই শুরু হয়েছিল তাঁর ও সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক।
কিছুদিন আগে হলুদ রঙের এই লেহেঙ্গায় ধরা দিয়েছিলেন শেহনাজ। অভিনেত্রীর মুখের সারল্যে মুগ্ধ নেটিজেন।
জমকালো গোলাপি কুর্তার সঙ্গে কমলা রঙের ওড়না পরেছেন শেহেনাজ। বিগবস থেকে তিনি পরিচিতি পেয়েছেন।
চিকনকারি কুর্তায় শেহেনাজ গিল। বিগবসের ঘরে মনোরঞ্জন করার জন্য তিনি নজর কেড়েছিলেন।
বিগবস শেষ হওয়ার পরেও সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন তিনি। দুজনে একসঙ্গে বেশ কিছু কাজ করেছিলেন।
দর্শকদের পছন্দ ছিল তাঁদের জুটি। একসঙ্গে তাঁদের দর্শক সিদনাজ বলেও ডাকত।
আর তাই বিগবসের মঞ্চে সিদ্ধার্থ শুক্লাকে মনে করিয়ে দিতে হাজির হয়েছিলেন শেহনাজ।
...