এবার যিশুর মুকুটে নতুন পালক জুড়ল! বলি-টলি তো ছিলই! নায়ক এবার পাড়ি দিচ্ছেন দক্ষিণে! তেলুগু ছবিতে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।
বিখ্যাত অভিনেতা, পরিচালক, প্রযোজক, রাজনীতিবিদ ও একসময়ের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নন্দমুসি তারক রামা রাও-এর জীবন অবলম্বনে ছবি তৈরি করছেন পরিচালক কৃষ জাগরিয়মুদি। সেখানে বিখ্যাত চিত্র নির্মাতা, পরিচালক ও দাদাসাহেব ফালকে সম্মানপ্রাপ্ত এল ভি প্রসাদের চরিত্রে অভিনয় করবেন যিশু।
advertisement
কৃষের পরিচালনাতেই যিশু অভিনয় করেছেন ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবিতে। সেখানে কঙ্গনা রানাউতের বিপরীতে গঙ্গাধর রাও-এর চরিত্রে অভিনয় করেছেন যিশু। শুটিং শেষ , এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। জানা গেল, ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ -তে যিশুর অভিনয় দেখেই কৃষ যিশুকে এই চরিত্রটার অফার দেন।
শুধু যিশু সেনগুপ্তই নন, ছবিতে রয়েছেন বিদ্যা বালনও। তাঁকে দেখা যাবে এন টি রামা রাও-এর স্ত্রীর চরিত্রে। আপাতত হায়দরাবাদে চলছে ছবির প্রথম শেডিউলের শুটিং।