TRENDING:

ঘোমটায় আড়াল হয়ে যাবে কি স্বাধীনচেতা মেয়েটা, যিশু নিয়ে আসছেন 'হরগৌরী পাইস হোটেল'

Last Updated:

প্রযোজনায় যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা। কিন্তু সেই পুরনো ‘ব্লু ওয়াটার প্রোডাকশন’ নয়। এ বারে নতুন সংস্থা খুলেছেন নায়ক, ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিন বোনের স্বাধীন জীবন, স্বাধীন ঘর। যে ঘরে কোনও চোখ রাঙানি নেই, কারও কটূক্তি নেই। কিন্তু বিয়ের পর সে ঘর ছেড়ে যেতে হবে ঐশানীকে। নতুন ঘরে। যেখানে আশেপাশে অনেক মানুষ। যেখানে অনেক ভ্রুকুটি। বাড়ি পাল্টে গেলে জীবনও বোধহয় পাল্টে যায়।
advertisement

ঐশানী তা মনে করে না বটে। কিন্তু নতুন ঘরে যে তাকে রাতপোশাক হিসেবে সালোয়ার পরে ঘরের বাইরের উঠোনে এলে কটূ কথা শুনতে হয়। তবে? স্বাধীনচেতা মেয়ের যা প্রতিভা, তা সবই কি ঘোমটার আড়ালে চলে যাবে? নাকি শত পরাধীনতার মাঝে এক টুকরো আলোর মতো স্বাধীনতা তাকে হাতছানি দিচ্ছে?

আরও পড়ুন: প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

advertisement

সে-ই কি শঙ্কর? ঐশানীর স্বামী? 'হরগৌরী পাইস হোটেল'-এর মালিক। সেই হোটেলই তার জীবন। বনেদি বাড়িতে সকাল থেকে বাজার দরের কোলাহল চলে। বাঙালি খাবারের দোকান। কিন্তু স্ত্রীর চোখের জল মুছতে নিজের হাতে পিৎজা বানিয়ে আনে।

তবে কি সত্যিই নতুন বাড়িতেও নিজের পুরনো জীবনের ছোঁয়া রেখে দিতে পারবে ঐশানী? আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক, 'হরগৌরী পাইস হোটেল'। মুখ্য ভূমিকায় রাহুল মজুমদার, শুভস্মিতা মুখোপাধ্যায়। রয়েছেন সুরভী মল্লিকও।

advertisement

আরও পড়ুন: কে কাছের মানুষ? দেবকে চেনাবেন প্রসেনজিৎ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রযোজনায় যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা। কিন্তু সেই পুরনো ‘ব্লু ওয়াটার প্রোডাকশন’ নয়। এ বারে নতুন সংস্থা খুলেছেন নায়ক, ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। নীলাঞ্জনা ছাড়া যিশুর দিদি রাই সেনগুপ্তও এই সংস্থার অংশ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘোমটায় আড়াল হয়ে যাবে কি স্বাধীনচেতা মেয়েটা, যিশু নিয়ে আসছেন 'হরগৌরী পাইস হোটেল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল