TRENDING:

প্রোমোশনে এসে বরুণকে ঘুষি মারলেন জন ! কেন?

Last Updated:

একী কাণ্ড ! না হয় একটু মস্করাই করেছিলেন, তা বলে নাকের মধ্যে মেরে দিলেন ঘুষি ! তাও আবার ঢাই কিলো কা হাত দিয়ে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একী কাণ্ড ! না হয় একটু মস্করাই করেছিলেন, তা বলে নাকের মধ্যে মেরে দিলেন ঘুষি ! তাও আবার ঢাই কিলো কা হাত দিয়ে !
advertisement

এরকমই এক ব্যাপার করে ফেলেছেন জন আব্রাহাম ৷ নিজেকে সামলাতে না পেরে সবার সামনে ঘুষি মেরে ফেললেন বরুণ ধাওয়ানকে ৷ আর বরুণ ? জনের হাতে ঘুষি খেয়ে মাটিতে পড়লেন লুটিয়ে !

ঘটনাটি ঘটল জন-বরুণের নতুন ছবি ‘ঢিশুম’-এর প্রোমোশনে ৷ অনুষ্ঠানের শুরুতে সবই নাকি ছিল ঠিকঠাক ৷ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন বরুণ ও জন ৷ কিন্তু হঠাৎই পুরো পরিবেশটা গেল পাল্টে ৷ বরুণরে একটা কথাতেই চড়ল জনের রাগের পারদ ৷ ব্যস, আর কি? মুঠো পাকিয়ে সোজা বরুণের নাকে !

advertisement

তা কী এমন বলেছিলেন বরুণ ? জানা গিয়েছে, ঢিশুমের জোর নিয়ে উঠেছিল প্রশ্ন ৷ বরুণ নাকি সাংবাদিকদের বলেন, জনের মার্সেল শুধু দেখানোর জন্য, ওর হাতে তেমন জোর নেই৷ বরুণের কথায় জনের থেকে তাঁর হাতেই নাকি জোর বেশি ! এই কথা শুনেই হালকা রেগে গেলেন জন ৷ সবার সামনে নিজের শক্তি দেখাতে সোজা বরুণের নাকে চালিয়ে দিলেন ঘুষি !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে পুরো ব্যাপারটাই ঘটেছে রসিকতার মেজাজে ! চুপি চুপি জন জানিয়েছেন, খুব জোরে মারিনি ৷ জোরে মারলে বরুণ নাকি উড়েই যেত ৷ উফফ...একেই বলে ‘ঢিশুম’ প্রিমিয়ার !

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রোমোশনে এসে বরুণকে ঘুষি মারলেন জন ! কেন?