বৃহস্পতিবার থেকেই শহরে শুরু হতে চলেছে ধড়কের শ্যুটিং ৷ ছবির গল্পের রেশ ধরেই প্রেমিক-প্রেমিকা কলকাতায় পালিয়ে আসবেন ৷ শহরের বিভিন্ন জায়গায় শ্যুটিং হবে ধড়কের ৷
advertisement
এবার ডেস্টিনেশন কলকাতা। শহরে শুটিং করতে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর। মার্চের একুশ তারিখ থেকে শহরের বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি। মোট দশটি লোকেশনে শুটিং হবে বলে জানা গিয়েছে ।
কলকাতায় আসছেন জাহ্নবী কপুর। তাঁর প্রথম ছবি ধরকর এর শুটিংয়ের জন্যই শহরে আসছেন শ্রীদেবী কন্যা। ২২ মার্চ থেকে ১০ দিন কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি। মায়ের মৃত্যুর একদিন পর শুটিং সেটে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিলেন জাহ্নবী। এবার কলকাতায় তিনি পরের দফায় শুটিং করতে আসছেন।
জাহ্নবী অভিনীত ধরক ছবির প্রযোজক করণ জোহর। জানা যাচ্ছে ছবির গল্পে নায়ক নায়িকা কলকাতায় পালিয়ে আসবেন। আর তারই শ্যুটিং হবে কলকাতার নানা জায়গায় ৷ ছবির এই অংশটাই শহরে শুটিং করবেন পরিচালক। জাহ্নবীর ডেবিউ ছবি ২০ জুলাই মুক্তি পাওয়ার কথা। ছবিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে ইশান খট্টরকে ৷
রিপোর্ট: দেবপ্রিয় দত্ত মজুমদার