প্রশংসিত হচ্ছেন জিতু কমল সহ বাকি সহ অভিনেতারাও। বিশেষ কিছু জায়গায় শো পায়নি 'অপরাজিত'! তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। কিন্তু যে যে হলে এই ছবি চলছে সেখানেই হাউসফুল। সিনেমা শেষ হতেই হাততালিতে মেতে উঠছেন দর্শক। সকলে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এই ছবিকে এবং অবশ্যই সত্যজিৎ রায়কেও। সব কৃতিত্ব পাওনা অনিক দত্ত এবং জিতু কমলের! অভিনয়ে, মেক-আপে হাঁটা চলাতে জিতু যেন সত্যজিৎ রায়েরই ছবি হয়ে উঠেছেন।
advertisement
সম্প্রতি জিতু তাঁর সোশ্যাল মাধ্যম অর্থাৎ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যা এখন তুমুল চর্চায়! সোদপুরের ছেলে জিতু। এক সময় এখান থেকেই টলি পাড়ায় নিয়মিত যেতে হয়েছে। ধাক্কা খেতে হয়েছে। আজ সেই সুপারস্টার। ব্যারাকপুরের অতীন্দ্র ও জয়ন্তী সিনেমা হলে গেলেন জিতু। সিনেমা শেষ হতেই দর্শকের মাঝে উপস্থিত জিতু কমল। সঙ্গে পর্দায় চিত্রগ্রাহকের চরিত্রে অভিনয় করা দেবাশিষ রায়! জিতুকে সামনে দেখেই করতালি দিতে শুরু করলেন হল ভর্তি দর্শক। জড়িয়ে ধরলেন অনেকেই। পায়ে হাত দিয়ে এক বয়স্ক মহিলাকে প্রণাম করলেন জিতু! দেখে মনে হবে 'অপরাজিত' যত প্রশংসাই এনে দিন, মাটিতেই পা রয়েছে তাঁর। এই ভিডিও এখন ভাইরাল!