এই 'অরণ্যের দিনরাত্রি'তে মুখ্য চরিত্রে দেখা যাবে জিতু কমলকে! সোহিনি সরকার, কিঞ্জল নন্দ , অর্ণ মুখোপাধ্যায় ও অনুষ্কা চক্রবর্তীকেও দেখা যাবে বিশেষ চরিত্রে অভিনয় করতে। । ইতিমধ্যেই কলাকুশলীদের বাছাই পর্ব শেষ । এবার সামনের বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে শুটিং। অরুণ রায়ের এই 'অরণ্যের দিনরাত্রি' মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৩ এর পুজোয়। ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে ঝাড়খন্ড। অরুণ রায় এর আগেও 'হীরালাল' ও 'আট বারো'-র মতো ছবি তৈরি করেছেন।
advertisement
আরও পড়ুন: পুজোয় সঙ্গী পুলিশ! হোয়াটসঅ্যাপে গ্রুপে থাকবে কড়া নজর! জানুন
'অরণ্যের দিনরাত্রি' যে তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ দর্শকরা ইতিমধ্যে সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' এবং তার সিক্যুয়াল হিসেবে গৌতম ঘোষের 'আবার অরণ্যে' দেখেছে। সে ক্ষেত্রে অরুণ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' উপস্থাপনা একটু ভিন্ন স্বাদের হবেই, অন্তত দর্শকদের দাবি তাই থাকবে । জিতু কমলের কাছে 'অপরাজিত'- এর পর এরকম একটা ছবিতে অভিনয় করা আরও একটা নতুন চ্যালেঞ্জ বলা যেতে পারে। আগের 'অরণ্যের দিনরাত্রি'তে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, সমিত ভঞ্জ , রবি ঘোষ ও সিমি গেরোওয়ালের মতো বিশিষ্ট শিল্পীদের দেখেছি। সে হিসেবে অনুযায়ী এই ছবি থেকে দর্শকদের প্রত্যাশাও কিন্তু দ্বিগুণ হবে। ২০২৩-এর পুজোতেই আবার বড়পর্দায় ফিরছে অসীম, সঞ্জয়, হরি এবং শেখরের গল্প। কলকাতার বাসিন্দাদের ছুটিতে পালামৌ বেড়ানোর অভিজ্ঞতা ফের মিলে মিশে যাবে। পালামৌ-এর ফরেস্ট বাংলোতে বাঙালি ফের একবার হারিয়ে ফেলবে নিজেকে! বাকিটা সময় বলবে!
Manash Basak