TRENDING:

Jeetu Kamal Ditipriya Roy দিতিপ্রিয়ার সঙ্গে মন কষাকষি কোন দিকে? সরলেন জীতু? বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? বড় আপডেট!

Last Updated:

Jeetu Kamal Ditipriya Roy একদিকে গুঞ্জন, অন্যদিকে জীতু কমলের পোস্ট— "আমি পালানোর মানুষ নই।" দিতিপ্রিয়া জানালেন, ফের তাঁদের রসায়নে বড় বদল! তাহলে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ আবার পুরনো ছন্দে ফিরছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পর্দায় তাঁদের রসায়নে বুঁদ হয়ে আছেন দর্শক। কিন্তু বাইরে? সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অভিনেতা জীতু কমল ও অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনে সরগরম টলিপাড়া। শোনা গিয়েছিল, দিতিপ্রিয়ার সঙ্গে এক ‘গোপন’ কথোপকথন ফাঁস হওয়ার পর শুটিংয়ে আসেননি জীতু। এর ফলে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও উঠেছিল প্রশ্ন। কিন্তু শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় জীতু একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সব জল্পনায় জল ঢেলে দেন।
‘আমি পালানোর মানুষ নই’—জীতু কমলের পোস্টে বিতর্কে মোড়, মিটল কী ভুল বোঝাবুঝি?
‘আমি পালানোর মানুষ নই’—জীতু কমলের পোস্টে বিতর্কে মোড়, মিটল কী ভুল বোঝাবুঝি?
advertisement

জীতুর স্পষ্ট ভাষায়, “ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই।” তিনি জানান, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের প্রতি তিনি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতিও। পেশাগত এবং ব্যক্তিগত জীবন তিনি আলাদা করে দেখেন বলেও উল্লেখ করেন জীতু।

আরও পড়ুনঃ ‘বাড়াবাড়ি’ করে ফেললেন জীতুই? সমস্ত চ্যাট ফাঁসের পর দিতিপ্রিয়া বললেন, ‘পাত্তা পায়নি বলেই…’!

advertisement

SSC নিয়োগ পরীক্ষায় বিপুল কড়াকড়ি! পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের! জেনে নিন

জীতু আরও লেখেন:

“আর্টিস্টের প্রজেক্ট ছাড়ার একমাত্র কারণ ‘ব্রিচ অফ কন্ট্রাক্ট’ — সেটাও এখনও হয়নি।”

এই পোস্টে অভিনেতা জানান, তিনি চুক্তিভিত্তিক কাজ করছেন এবং পুজোর আগে কোনও সহকর্মীর সমস্যায় পড়ুক, তা চান না। তাই শুটিং নিয়মমাফিক করছেন তিনি।

advertisement

অন্যদিকে, অভিনেত্রী দিতিপ্রিয়াও শুক্রবার একটি পোস্টে জানান,

“প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।”

সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট। তার জেরে পনেরো দিনের বেশি সময় ধরে চর্চা টলিপাড়ায়। সূত্র বলছে, এই দূরত্বের শুরু সেই বিতর্কিত ছবি থেকে—যেখানে চাদর জড়ানো অবস্থায় জীতুর সঙ্গে দিতিপ্রিয়ার একটি মুহূর্ত ধরা পড়ে। ধারাবাহিকের প্রচারের স্বার্থেই নায়ক ছবিটি ভাগ করে নেন। কিন্তু ছবির ভুল ব্যাখ্যা শুরু হয় নেটদুনিয়ায়। কটাক্ষের মুখে পড়েন দিতিপ্রিয়া, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি।

advertisement

এই ঘটনার পরই নাকি দু’জনের সম্পর্কের টানাপোড়েন বাড়ে। পরে জীতু ছবিটি সরিয়ে নেন নিজের প্রোফাইল থেকে। এর পর লাইভে এসে বিস্তারিত বলেন জীতু। দিতিপ্রিয়া বয়সে ছোট বলে তাঁর প্রতি স্নেহের ভাব আছে বলেও জানান। যদিও দিতিপ্রিয়ার দাবি ছিল, তিনি নন জীতুই প্লে করছেন ‘ভিক্টিম কার্ড’!

এই পরিস্থিতিতে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল প্রোডাকশন হাউজ থেকে শুরু করে দর্শকরাও। যদিও শুক্রবার দেখা গেল, এই জুটি নিজেদের প্রোফাইল থেকে সরিয়ে নিয়েছেন অভিযোগের পোস্টগুলি। এখন শুধুই মিটিয়ে নেওয়ার পোস্ট। দর্শককে আশ্বস্ত করতে পারলেন কি প্রিয় জুটি?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চ্যানেল এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, সূত্রের খবর—দু’জনের সঙ্গে ইতিমধ্যেই একটি মিটিং হয়েছে। আপাতত ধারাবাহিক চলছে, তবে ভবিষ্যৎ নির্ভর করছে পরিস্থিতির ওপর।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Kamal Ditipriya Roy দিতিপ্রিয়ার সঙ্গে মন কষাকষি কোন দিকে? সরলেন জীতু? বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? বড় আপডেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল