TRENDING:

ক্যামেরার সামনেই আঁচল খসে পড়ল জয়ার; কন্যা শ্বেতার গলায় নেকলেস তো নয়, যেন কোনও যোদ্ধার বর্ম; ট্রোলিং আর থামতেই চাইছে না

Last Updated:

Jaya Bachchan and Shweta Bachchan Trolled For Their Fashion: সম্প্রতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে সপরিবার যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। তাঁদের সঙ্গে দেখা গিয়েছে পুত্র অভিষেক বচ্চন, কন্যা শ্বেতা বচ্চন, জামাতা নিখিল নন্দা, নাতি এবং নাতনি অগস্ত্য নন্দা ও নভ্যা নভেলি নন্দাকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: একটা সময় ছিল যখন অমিতাভ বচ্চনের থেকেও বড় তারকা ছিলেন তাঁর স্ত্রী জয়া ভাদুড়ি তথা জয়া বচ্চন। তবে বর্তমানে হামেশাই ট্রোলের মুখে পড়তে হয় অমিতাভ-জায়াকে। আসলে পাপারাৎজিদের ক্যামেরায় অনেক সময়ই তাঁর রাগ কিংবা মেজাজ হারিয়ে ফেলে করা কিছু কাণ্ডকারখানা ধরা পড়ে যায়। তবে বোধহয় কয়েক বছরে এই প্রথম বারের জন্য ফ্যাশন সেন্স নিয়ে ট্রোলের মুখে পড়তে হল জয়াকে। শুধু এই বর্ষীয়ান অভিনেত্রীই নন, এই ট্রোলের শিকার হয়েছেন তাঁর কন্যা শ্বেতা বচ্চনও।
ক্যামেরার সামনেই আঁচল খসে পড়ল জয়ার; কন্যা শ্বেতার গলায় নেকলেস তো নয়, যেন কোনও যোদ্ধার বর্ম; ট্রোলিং আর থামতেই চাইছে না
ক্যামেরার সামনেই আঁচল খসে পড়ল জয়ার; কন্যা শ্বেতার গলায় নেকলেস তো নয়, যেন কোনও যোদ্ধার বর্ম; ট্রোলিং আর থামতেই চাইছে না
advertisement

আরও পড়ুন– ৯ বছর ডেটিংয়ের পর অবশেষে বিয়ে, ক্রিকেটার দীপক হুডার প্রেম কাহিনি জেনে নিন

সম্প্রতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে সপরিবার যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। তাঁদের সঙ্গে দেখা গিয়েছে পুত্র অভিষেক বচ্চন, কন্যা শ্বেতা বচ্চন, জামাতা নিখিল নন্দা, নাতি এবং নাতনি অগস্ত্য নন্দা ও নভ্যা নভেলি নন্দাকেও। এমনিতে জয়াকে আরামদায়ক এবং স্টাইলিশ সব পোশাকেই দেখা যায়। ফলে ওই বিয়ের অনুষ্ঠানের জন্যও তিনি একটি দুর্দান্ত শাড়ি বেছে নিয়েছিলেন। শাড়ির সঙ্গে তাল মিলিয়ে গলায় একটি বিশাল নেকলেস পরেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। আর সেই নেকলেসের কারণেই ট্রোলিংয়ের শিকার হতে হল তাঁকে।

advertisement

আরও পড়ুন– বিশ্বের সবথেকে সস্তা মুদ্রা কোনটি? জানা আছে কি? রইল ২০২৪ সালে সবথেকে কম দামি মুদ্রাগুলির হদিশ

এদিকে অনুষ্ঠানস্থলে ঢুকে পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসতেই আচমকা জয়ার শাড়ির আঁচল পড়ল খসে। তিনি খেয়াল না করায় আঁচল বেশ কিছুক্ষণ ওভাবেই ছিল। যা নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে মিমের বন্যা।

advertisement

অন্যদিকে আবার শ্বেতা সেদিন পরেছিলেন একটি সোনালি রঙা লেহেঙ্গা। আর সেই পোশাক জুড়ে ছিল গোটা পাত্তি কাজ। কিন্তু শ্বেতা ওই লেহেঙ্গার সঙ্গে পরেছিলেন একটি গলা-ভরাট নেকলেস। আর সেই নেকলেস নিয়েই শুরু হয় সমালোচনা। সোশ্য়াল মিডিয়ায় অনেকেই শ্বেতার নেকলেসটির সঙ্গে কোনও যোদ্ধার যুদ্ধের সময় ব্যবহৃত বর্মের তুলনা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

যাইহোক, বেশ কিছু সময় ধরেই আরও একটি কারণে সংবাদ শিরোনামে রয়েছে বচ্চন পরিবার। আসলে বলিউডের অন্দরে ফিসফাস, সংসার ভাঙছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের। এ-ও শোনা যাচ্ছে যে, কন্যা আরাধ্যাকে নিয়ে স্বামীর থেকে আলাদা থাকছেন অভিনেত্রী। অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানেও বচ্চন পরিবারের সঙ্গে উপস্থিত হতে দেখা যায়নি ঐশ্বর্য। বরং কন্যা আরাধ্যাকে নিয়ে আলাদা এসেছিলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যামেরার সামনেই আঁচল খসে পড়ল জয়ার; কন্যা শ্বেতার গলায় নেকলেস তো নয়, যেন কোনও যোদ্ধার বর্ম; ট্রোলিং আর থামতেই চাইছে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল