Deepak Hooda's Love Story: ৯ বছর ডেটিংয়ের পর অবশেষে বিয়ে, ক্রিকেটার দীপক হুডার প্রেম কাহিনি জেনে নিন

Last Updated:
আসলে ৯ বছর সম্পর্কে থাকার পর হিমাচলের এক সুন্দরীকে বিয়ে করেছেন দীপক। নববধূর জন্য একটি লম্বা পোস্টও লিখেছেন এই ক্রিকেট তারকা।
1/7
ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার দীপক হুডা। আপাতত দলের বাইরেই রয়েছেন তিনি। আইসিসি টি২০ বিশ্বকাপের সময় আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন দীপক। বর্তমানে আবার তিনি সংবাদ শিরোনামে। যদিও ক্রিকেটের জন্য নয়, বরং জীবনের নতুন ইনিংস শুরু করার জন্যই তিনি চর্চার শিরোনামে উঠে এসেছেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার দীপক হুডা। আপাতত দলের বাইরেই রয়েছেন তিনি। আইসিসি টি২০ বিশ্বকাপের সময় আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন দীপক। বর্তমানে আবার তিনি সংবাদ শিরোনামে। যদিও ক্রিকেটের জন্য নয়, বরং জীবনের নতুন ইনিংস শুরু করার জন্যই তিনি চর্চার শিরোনামে উঠে এসেছেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
advertisement
2/7
আসলে ৯ বছর সম্পর্কে থাকার পর হিমাচলের এক সুন্দরীকে বিয়ে করেছেন দীপক। নববধূর জন্য একটি লম্বা পোস্টও লিখেছেন এই ক্রিকেট তারকা। যদিও স্ত্রীর নাম প্রকাশ্যে আনেননি তিনি। গত সপ্তাহের ১৫ জুলাই হিমাচলের ওই সুন্দরী কন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপক। দীর্ঘ দিন ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
আসলে ৯ বছর সম্পর্কে থাকার পর হিমাচলের এক সুন্দরীকে বিয়ে করেছেন দীপক। নববধূর জন্য একটি লম্বা পোস্টও লিখেছেন এই ক্রিকেট তারকা। যদিও স্ত্রীর নাম প্রকাশ্যে আনেননি তিনি। গত সপ্তাহের ১৫ জুলাই হিমাচলের ওই সুন্দরী কন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপক। দীর্ঘ দিন ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
advertisement
3/7
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করে নিজেদের ৯ বছরের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দীপক। ঐতিহ্য রীতি মেনেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই শুধুমাত্র এই বিবাহ অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করে নিজেদের ৯ বছরের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দীপক। ঐতিহ্য রীতি মেনেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই শুধুমাত্র এই বিবাহ অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
advertisement
4/7
বিয়ের আসরে নববধূর সঙ্গে ছবি শেয়ার করে এক বিশেষ বার্তাও লিখেছেন ভারতীয় দলের অল-রাউন্ডার। Photo Courtesy: Deepak Hooda/Instagram
বিয়ের আসরে নববধূর সঙ্গে ছবি শেয়ার করে এক বিশেষ বার্তাও লিখেছেন ভারতীয় দলের অল-রাউন্ডার। Photo Courtesy: Deepak Hooda/Instagram
advertisement
5/7
দীপক লিখেছেন, ‘‘৯ বছর অপেক্ষার পরে আমরা এই সুন্দর দিনে এসে পৌঁছেছি। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা স্বপ্ন এবং সমস্ত কিছুই আমাদের এই বিশেষ দিনে পৌঁছে দিয়েছে। আমরা একটু বেশি সময় একে অপরকে ধরে থাকলে অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দেবেন। আমরা একটা গল্প বুনছি। যা শুধুমাত্র আমাদের হৃদয় শুনতে পাচ্ছে। আমরা যদি একে অপরের মধ্যে হারিয়ে যাই, দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। কারণ কঠিন বাধাবিপত্তির মধ্যে দিয়েই আমরা একে অপরকে খুঁজে পেয়েছি।’’ Photo Courtesy: Deepak Hooda/Instagram
দীপক লিখেছেন, ‘‘৯ বছর অপেক্ষার পরে আমরা এই সুন্দর দিনে এসে পৌঁছেছি। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা স্বপ্ন এবং সমস্ত কিছুই আমাদের এই বিশেষ দিনে পৌঁছে দিয়েছে। আমরা একটু বেশি সময় একে অপরকে ধরে থাকলে অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দেবেন। আমরা একটা গল্প বুনছি। যা শুধুমাত্র আমাদের হৃদয় শুনতে পাচ্ছে। আমরা যদি একে অপরের মধ্যে হারিয়ে যাই, দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। কারণ কঠিন বাধাবিপত্তির মধ্যে দিয়েই আমরা একে অপরকে খুঁজে পেয়েছি।’’ Photo Courtesy: Deepak Hooda/Instagram
advertisement
6/7
প্রসঙ্গত দীপক হুডার কেরিয়ার প্রসঙ্গে বলতে গেলে তিনি আইপিএল এবং ডোমেস্টিক ক্রিকেট দিয়েই সফর শুরু করেছেন। এরপর ২০২২ সালে ভারতের হয়ে খেলার সুযোগ আসে তাঁর সামনে। Photo Courtesy: Deepak Hooda/Instagram
প্রসঙ্গত দীপক হুডার কেরিয়ার প্রসঙ্গে বলতে গেলে তিনি আইপিএল এবং ডোমেস্টিক ক্রিকেট দিয়েই সফর শুরু করেছেন। এরপর ২০২২ সালে ভারতের হয়ে খেলার সুযোগ আসে তাঁর সামনে। Photo Courtesy: Deepak Hooda/Instagram
advertisement
7/7
ভারতের হয়ে মোট ১০টি ওডিআই এবং ২১টি টি২০ ম্যাচ খেলেছেন এই অল-রাউন্ডার। ওডিআই-এ তাঁর সংগ্রহে রয়েছে ১৫৩ রান এবং টি২০ ইন্টারন্যাশনালে তাঁর সংগ্রহ ৩৬৮ রান। আইপিএল-এ লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলেন দীপক। Photo Courtesy: Deepak Hooda/Instagram
ভারতের হয়ে মোট ১০টি ওডিআই এবং ২১টি টি২০ ম্যাচ খেলেছেন এই অল-রাউন্ডার। ওডিআই-এ তাঁর সংগ্রহে রয়েছে ১৫৩ রান এবং টি২০ ইন্টারন্যাশনালে তাঁর সংগ্রহ ৩৬৮ রান। আইপিএল-এ লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলেন দীপক। Photo Courtesy: Deepak Hooda/Instagram
advertisement
advertisement
advertisement