সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন জয়া আহসান, যা দেখে আবেগে ভাসলেন ভক্তরা৷ ওপার থেকে এপার বাংলার ভক্তরা সকলেই জয়াকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তবে ইদের দিন দুঃখের কথা শোনালেন জয়া আহসান৷ খুশির ইদে কিসের এত কষ্ট শোনা গেল জয়ার গলায়, দেখে নিন কী বলতে চাইছেন তিনি৷
আরও পড়ুন-'প্রাইড অব বেঙ্গল' পুরস্কার জিতলেন মিমি, সম্মানিত হয়ে কী বললেন টলি নায়িকা
আরও পড়ুন-দ্বিতীয় দিনে কি রেকর্ড ভাঙল সলমন, বক্স অফিসে কত কোটি আয় হল
ইদের দিন নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া আহসান৷ গাঢ় ধূসর রঙের শাড়ি, গলায় ম্যাচিং করা মুক্তোর হার, খোলা চুলে একাধিক ভঙ্গিতে ছবিতে পোজ দিয়েছেন জয়া৷ ক্যাপশনে লেখা- 'গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ইদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এর পর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ইদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো। এবার আমাদের সঙ্গে ইদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহু দিন পর ইদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ইদের সেটাই পরম প্রাপ্তি। ইদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ইদ মোবারক!' এভাবেই ইদের শুভেচ্ছা জানিয়েছেন জয়া৷ তবে চলতি বছরে ভাইয়ের সঙ্গে খুশির ইদ উদযাপন করেছেন জয়া আহসান সেটা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে৷