ছবিতে দু’জনের মুখই ঢাকা কালো রঙের মাস্কে। ছবির সঙ্গে মাহী লিখেছেন, “হ্যাঁ, এটাই আমরা। লাইক ও কমেন্ট পাওয়ার জন্য আমাদের নিয়ে যা খুশি বলা হচ্ছে। এরা যে কোনও পর্যায় নামতে পারে।”
সমাজমাধ্যমে জয়-মাহী লিখেছেন, “ অবশেষে স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর নেপথ্যে কোনও ভিলেন নেই। যদিও দাম্পত্য ভেঙেছে তবু আমাদের বন্ধুত্ব থাকবে। আমরা পরস্পরের পাশে রয়েছি। তিন সন্তানের জন্য সব সময় একসঙ্গে থাকব আমরা। দু’জনের পথ আলাদা হয়েছে, যে কোনও সমস্যায় আমরা একে অপরের পাশে আছি।”
advertisement
মাহি ভিজ এবং জয় ভানুশালী ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারা তিন সন্তানের বাবা-মা৷ একসময় তাঁরা তাঁদের যৌথ ভ্লগের জন্য প্রচুর জনপ্রিয় হয়েছিলেন৷ কিন্তু কিছুদিন পর তাঁরা একসঙ্গে ছবি পোস্ট করা বন্ধ করে দেন। মাহি ও জয়ের মধ্যে ফাটল শুরু হয় এব মাহি বিশ্বাসের সমস্যায় ভুগতে শুরু করে। জয় এবং মাহিকে শেষবার অগাস্টে তারার জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল।
