এই ভক্ত একজন ইউটিউবার! সোশ্যাল মাধ্যমে শাহরুখ ভক্ত এই ইউটিউবারের নাম ‘জারমাটিক্স’! এই ভক্ত যা করেছেন তা দেখে শাহরুখ খানও নিজেকে আটকাতে পারেননি! নিজের স্মার্ট ফোন দিয়েই তৈরি করে ফেলেছেন ‘জওয়ান’-এর অ্যাকশন দৃশ্যের শ্যুট!
আরও পড়ুন: শাহরুখ খান অভিনীত সব সিনেমার মধ্যে গৌরির ভাল লেগেছে মাত্র একটি! অবাক হবেন!
advertisement
একেবারে হুবহু শাহরুখ খানের স্টাইলে মারপিট করছেন, সংলাপ বলছেন এই যুবক! এই অ্যাকশন দৃশ্য দেখলে আপনিও অবাক হবেন! একেবারে হুবহু এক! এই ভিডিও দেখা মাত্র নিজেকে আর আটাকাতে পারলেন না বাদশা খান!
নিজের ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে শাহরুখ খান লিখলেন, “আমি আপ্লুত! সত্যিই অসাধারণ! দারুণ হয়েছে। তবে খুবই অগোছাল। কিন্তু আমার দারুণ ভাল লেগেছে। আমাকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ!” শাহরুখ খান শেয়ার করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন ভাইরাল এই কম বাজেটের ‘জওয়ান’!
বহু মানুষ ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন। শাহরুখের এই ভক্তও রাতারাতি সেলেব। শাহরুখ খান এখন প্রায়ই সোশ্যাল মাধ্যমে আসেন! এবং ভক্তদের নানা প্রশ্নের জবাবও তিনি দেন! এই ভক্তের প্রশংসা করলেন বাদশা! আপাতত ভাইরাল নতুন ‘জওয়ান’!