Shah Rukh Khan-Gauri Khan: শাহরুখ খান অভিনীত সব সিনেমার মধ্যে গৌরির ভাল লেগেছে মাত্র একটি! অবাক হবেন!

Last Updated:
Shah Rukh Khan-Gauri Khan: একের পর এক রোমান্টিক ছবিতে কাজ করেছেন শাহরুখ খান! তবুও করতে পারেননি স্ত্রীর মন জয়! জানুন বিস্তারিত
1/10
 কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা 'জওয়ান'! এই ছবি বক্স অফিসে তুমুল হিট। শাহরুখ খানের এই নতুন অবতার দেখে পাগল হয়ে গিয়েছেন তাঁর ভক্তরা! সিনেমা হলে শাহরুখের মতো সেজে হাজির হয়েছেন বহু মানুষ! অনেকেই বলছেন অনেকদিন পর আবার ফিরে এসেছেন কিং খান! 'পাঠান' দেখে অনেকেই হতাশ হয়েছিলেন। তবে শাহরুখ খান জানেন কীভাবে ভক্তের মনে জায়গা করে নিতে হয়! photo source collected
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা 'জওয়ান'! এই ছবি বক্স অফিসে তুমুল হিট। শাহরুখ খানের এই নতুন অবতার দেখে পাগল হয়ে গিয়েছেন তাঁর ভক্তরা! সিনেমা হলে শাহরুখের মতো সেজে হাজির হয়েছেন বহু মানুষ! অনেকেই বলছেন অনেকদিন পর আবার ফিরে এসেছেন কিং খান! 'পাঠান' দেখে অনেকেই হতাশ হয়েছিলেন। তবে শাহরুখ খান জানেন কীভাবে ভক্তের মনে জায়গা করে নিতে হয়! photo source collected
advertisement
2/10
 শাহরুখ খানের কাছে বয়স একটা সংখ্যা মাত্র! ৫৮ বছর হয়ে যাবে তাঁর এ বছরেই। কিন্তু দেখলে মনে হবে যেন ৩০-এর যুবক। এর জন্য কিন্তু অনেক কালঘাম ছোটাতে হয় শাহরুখ খানকে। মানতে হয় অনেক নিয়ম। photo source collected
শাহরুখ খানের কাছে বয়স একটা সংখ্যা মাত্র! ৫৮ বছর হয়ে যাবে তাঁর এ বছরেই। কিন্তু দেখলে মনে হবে যেন ৩০-এর যুবক। এর জন্য কিন্তু অনেক কালঘাম ছোটাতে হয় শাহরুখ খানকে। মানতে হয় অনেক নিয়ম। photo source collected
advertisement
3/10
শাহরুখ খান তাঁর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'জীবনে সুখি হতে গেলে এবং পরিবারকে ভাল রাখতে হলে টাকা ইনকাম করাটা খুব জরুরি। তবে তা সঠিক পথে করতে হবে। এবং টাকাই যেন সব না হয়।' এই বার্তা এমন একজন মানুষ বলছেন, যিনি সত্যিই খুব কষ্ট করে এই জায়গায় পৌঁছেছেন। photo source collected
শাহরুখ খান তাঁর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'জীবনে সুখি হতে গেলে এবং পরিবারকে ভাল রাখতে হলে টাকা ইনকাম করাটা খুব জরুরি। তবে তা সঠিক পথে করতে হবে। এবং টাকাই যেন সব না হয়।' এই বার্তা এমন একজন মানুষ বলছেন, যিনি সত্যিই খুব কষ্ট করে এই জায়গায় পৌঁছেছেন। photo source collected
advertisement
4/10
শাহরুখ খানের কাছে কিছুই ছিল না। পকেটে মাত্র কিছু টাকা নিয়ে চলে এসেছিলেন মুম্বই! প্রথমবার এসেছিলেন তাঁর জীবনের একমাত্র প্রেম গৌরিকে খুঁজতে। আর ঠিক ওই সময়েই গৌরি মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন শাহরুখের খোঁজে! সেই রাতে মুম্বইয়ের সমুদ্রের ধারে রাত কাটিয়ে ফের দিল্লি ফেরেন শাহরুখ। সেখানেই দেখা হয় তাঁদের। দিল্লিতেই শাহরুখ খান আর গৌরির প্রেম কাহিনির শুরু। photo source collected
শাহরুখ খানের কাছে কিছুই ছিল না। পকেটে মাত্র কিছু টাকা নিয়ে চলে এসেছিলেন মুম্বই! প্রথমবার এসেছিলেন তাঁর জীবনের একমাত্র প্রেম গৌরিকে খুঁজতে। আর ঠিক ওই সময়েই গৌরি মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন শাহরুখের খোঁজে! সেই রাতে মুম্বইয়ের সমুদ্রের ধারে রাত কাটিয়ে ফের দিল্লি ফেরেন শাহরুখ। সেখানেই দেখা হয় তাঁদের। দিল্লিতেই শাহরুখ খান আর গৌরির প্রেম কাহিনির শুরু। photo source collected
advertisement
5/10
অনেক জটিলতা, বাধা ছিল তাঁদের পথে। প্রেমকে বিয়েতে বদলে দিতে অনেক কিছু পার করতে হয়েছে তাঁদের। ১৯৯১ সালে সব কিছুকে পরাজিত করে বিয়ে করেন তাঁরা! বিয়ের আগে শাহরুখ আর গৌরির প্রেম লুকিয়েই চলত! মাত্র ১৮ বছর বয়সে গৌরির প্রেমে পড়েছিলেন শাহরুখ খান! আর গৌরির তখন মাত্র ১৪! photo source collected
অনেক জটিলতা, বাধা ছিল তাঁদের পথে। প্রেমকে বিয়েতে বদলে দিতে অনেক কিছু পার করতে হয়েছে তাঁদের। ১৯৯১ সালে সব কিছুকে পরাজিত করে বিয়ে করেন তাঁরা! বিয়ের আগে শাহরুখ আর গৌরির প্রেম লুকিয়েই চলত! মাত্র ১৮ বছর বয়সে গৌরির প্রেমে পড়েছিলেন শাহরুখ খান! আর গৌরির তখন মাত্র ১৪! photo source collected
advertisement
6/10
তবে প্রেম বন্ধুত্ব সব কিছু মিলে মিশে গিয়েছিল তাঁদের! গৌরির বাড়িতে সে সময় ল্যান্ড লাইন ছিল। শাহরুখ খান সেখানেই ফোন করতেন গৌরিকে। বন্ধু বলে পরিচয় দিতেন! নিজের নাম বলতেন শাহিন! আজ তাঁরাই সাফল্যের আর এক নাম! photo source collected
তবে প্রেম বন্ধুত্ব সব কিছু মিলে মিশে গিয়েছিল তাঁদের! গৌরির বাড়িতে সে সময় ল্যান্ড লাইন ছিল। শাহরুখ খান সেখানেই ফোন করতেন গৌরিকে। বন্ধু বলে পরিচয় দিতেন! নিজের নাম বলতেন শাহিন! আজ তাঁরাই সাফল্যের আর এক নাম! photo source collected
advertisement
7/10
সিরিয়ালের কাজ ছেড়ে সিনেমা করবেন বলে মুম্বই আসেন শাহরুখ খান। তবে গৌরি প্রথম দিকে চাইতেন যেন আবার দিল্লিতেই ফিরে যেতে পারেন তাঁরা! কিন্তু ধীরে ধীরে সিনেমার প্রতি শাহরুখের ভালবাসা গৌরিকেও বদলে দেয়! এখন তো শাহরুখের বহু ছবির প্রযোজক গৌরি নিজেই! আর এক সময় এই জুটির কাছে হানিমুনের টাকাও ছিল না। সে এক অন্য গল্প! photo source collected
সিরিয়ালের কাজ ছেড়ে সিনেমা করবেন বলে মুম্বই আসেন শাহরুখ খান। তবে গৌরি প্রথম দিকে চাইতেন যেন আবার দিল্লিতেই ফিরে যেতে পারেন তাঁরা! কিন্তু ধীরে ধীরে সিনেমার প্রতি শাহরুখের ভালবাসা গৌরিকেও বদলে দেয়! এখন তো শাহরুখের বহু ছবির প্রযোজক গৌরি নিজেই! আর এক সময় এই জুটির কাছে হানিমুনের টাকাও ছিল না। সে এক অন্য গল্প! photo source collected
advertisement
8/10
'রাজু বন গেয়া জেন্টালম্যান'-এর শ্যুটিং করতে গিয়েছিলেন দার্জিলিংয়ে! এদিকে সদ্য বিয়ে হয়েছে তাঁদের! গৌরিকে হানিমুনে প্যারিস নিয়ে যাবেন বলেছিলেন শাহরুখ খান! তবে দার্জিলিং শাহরুখের এত ভাল লাগে। তিনি ভাবেন গৌরি তো কখনও আসেনি এখানে! এই জায়গাটাকেই প্যারিস বলে হানিমুনে নিয়ে আসবেন গৌরিকে। ঠিক সেটাই করেছিলেন এই জুটি। তবে গৌরি ঠিক জানতেন তিনি হানিমুনে দার্জিলিংয়েই গিয়েছেন। কিন্তু ভালবাসা থাকলে প্যারিস যা দিল্লিও তাই! তবে জানেন কী শাহরুখের কোন ছবি সব থেকে বেশি পছন্দ করেন তাঁর স্ত্রী গৌরি খান? চমকে যেতে হয়! photo source collected
'রাজু বন গেয়া জেন্টালম্যান'-এর শ্যুটিং করতে গিয়েছিলেন দার্জিলিংয়ে! এদিকে সদ্য বিয়ে হয়েছে তাঁদের! গৌরিকে হানিমুনে প্যারিস নিয়ে যাবেন বলেছিলেন শাহরুখ খান! তবে দার্জিলিং শাহরুখের এত ভাল লাগে। তিনি ভাবেন গৌরি তো কখনও আসেনি এখানে! এই জায়গাটাকেই প্যারিস বলে হানিমুনে নিয়ে আসবেন গৌরিকে। ঠিক সেটাই করেছিলেন এই জুটি। তবে গৌরি ঠিক জানতেন তিনি হানিমুনে দার্জিলিংয়েই গিয়েছেন। কিন্তু ভালবাসা থাকলে প্যারিস যা দিল্লিও তাই! তবে জানেন কী শাহরুখের কোন ছবি সব থেকে বেশি পছন্দ করেন তাঁর স্ত্রী গৌরি খান? চমকে যেতে হয়! photo source collected
advertisement
9/10
সদ্য মুক্তি পেয়েছে 'জওয়ান'! সেই 'দিবানা' থেকে শুরু! বাজিগর, দিল তো পাগল হ্যায়, দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, মহব্বতে, কত কত দারুণ সব রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান। এখনও করছেন। তবে গৌরি খানের সে সব ছবির একটিতেও শাহরুখকে ভাল লাগেনি! 'ভোগ'-এর একটি সাক্ষাৎকারে করণ জোহরকে এ কথা জানান গৌরি নিজেই! photo source collected
সদ্য মুক্তি পেয়েছে 'জওয়ান'! সেই 'দিবানা' থেকে শুরু! বাজিগর, দিল তো পাগল হ্যায়, দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, মহব্বতে, কত কত দারুণ সব রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান। এখনও করছেন। তবে গৌরি খানের সে সব ছবির একটিতেও শাহরুখকে ভাল লাগেনি! 'ভোগ'-এর একটি সাক্ষাৎকারে করণ জোহরকে এ কথা জানান গৌরি নিজেই! photo source collected
advertisement
10/10
সিনেমার প্রতি ভালবাসাই ছিল না গৌরির! শাহরুখ খানকে দেখেই সিনেমাকে ভালবেসেছেন গৌরি! এই ভোগ-এর সাক্ষাৎকারেই গৌরি জানান, গোটা জীবনে এখনও পর্যন্ত একটি মাত্র ছবিতে তাঁর শাহরুখ খানকে ভাল লেগেছে। এবং গৌরি মনে করেন এই সিনেমাই শাহরুখ খানের বেস্ট ছবি! সেই ছবির নাম, 'চক দে ইন্ডিয়া'! গোরি জানিয়েছেন এই ছবিতেই শাহরুখ সব থেকে বেস্ট!photo source collected
সিনেমার প্রতি ভালবাসাই ছিল না গৌরির! শাহরুখ খানকে দেখেই সিনেমাকে ভালবেসেছেন গৌরি! এই ভোগ-এর সাক্ষাৎকারেই গৌরি জানান, গোটা জীবনে এখনও পর্যন্ত একটি মাত্র ছবিতে তাঁর শাহরুখ খানকে ভাল লেগেছে। এবং গৌরি মনে করেন এই সিনেমাই শাহরুখ খানের বেস্ট ছবি! সেই ছবির নাম, 'চক দে ইন্ডিয়া'! গোরি জানিয়েছেন এই ছবিতেই শাহরুখ সব থেকে বেস্ট!photo source collected
advertisement
advertisement
advertisement