TRENDING:

Jawan Movie Reactions : শাহরুখের জওয়ান-জ্বরে কাবু দেশ! ইন্টারভালে মহা ধামাকা দেখে ভক্তদের মত, হিন্দি ছবিতে প্রথম!

Last Updated:

Jawan Movie Reactions : বৃহস্পতিবার ভোর থেকে দেশের কোণায় কোণায় আতলি পরিচালিত ‘জওয়ান’-এর শোরগোল। ভক্তদের হুল্লোড়, উল্লাসধ্বনিতে মেতে উঠেছে সিনেমা হলগুলি। দেশের একাংশ ইতিমধ্যে ছবিটি দেখে এসে নিজেদের মতামতও প্রকাশ করে ফেলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: জন্মাষ্টমীতে জমিয়ে দিলেন শাহরুখ খান। বৃহস্পতিবার ভোর থেকে দেশের কোণায় কোণায় আতলি পরিচালিত ‘জওয়ান’-এর শোরগোল। ভক্তদের হুল্লোড়, উল্লাসধ্বনিতে মেতে উঠেছে সিনেমা হলগুলি। দেশের একাংশ ইতিমধ্যে ছবিটি দেখে এসে নিজেদের মতামতও প্রকাশ করে ফেলেছেন।
জওয়ান-জ্বরে কাবু দেশ
জওয়ান-জ্বরে কাবু দেশ
advertisement

আরও পড়ুন: শ্যুটিং সেটে ঢুকে অভিনেত্রীদের আদরের চুমু শাহরুখের!

এরই মধ্যে এক্স-এ (পূর্বে যা ট্যুইটার নামে প্রচলিত ছিল) চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেলের পোস্ট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি লিখেছেন, ‘প্রথম অর্ধ অপূর্ব! কোনও হিন্দি ছবিতে এত ভাল ইন্টারভাল দেখিনি। এতদিন দক্ষিণী ছবির দর্শকেরা যে মজা পেয়ে এসেছেন. বলিপ্রেমীরা এবার সেই আনন্দ উপভোগ করবেন।’

advertisement

ছবির প্রথম ভাগ শেষ হওয়ার আগেই বড় ধামাকা উপহার পেতে চলেছেন দর্শকেরা। যা এই ছবিতে অন্য মাত্রা যোগ করেছে। ভক্তদের মতে, এমন ছবি হিন্দিতে এর আগে দেখা যায়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

কেবল ভক্তরা নন, ইন্ডাস্ট্রির অন্দরেও হইহই পড়ে গিয়েছে শাহরুখের এই ছবি নিয়ে। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার মতে এমন ছবি দেখতে দেখতে আবেগে ভেসে যেতে হয়, গায়ে শিহরণ জাগানো রোমাঞ্চ গোটা ছবিজুড়ে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jawan Movie Reactions : শাহরুখের জওয়ান-জ্বরে কাবু দেশ! ইন্টারভালে মহা ধামাকা দেখে ভক্তদের মত, হিন্দি ছবিতে প্রথম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল