আরও পড়ুনঃ ভাঙা-গড়ার পর এক সিরিয়ালে অর্ণব-ইপ্সিতা! কোন ধারাবাহিকে দেখা যাবে বাস্তবের জুটিকে
বক্স অফিসে বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা সংগ্রহ করেছে ছবিটি। প্রথম ভারতীয় অভিনেতা শাহরুখ খান যার একই বছরে ১০০০ কোটির ক্লাবে দুটি সিনেমা। রেড চিলিসের সোশ্যাল মিডিয়া পেজ অনুসারে, রবিবারের সংগ্রহের পরে, ‘জওয়ান’ বিশ্বব্যাপী ১০০৪.৯২ কোটি আয় করেছে।
advertisement
ছবির মুক্তির দিন থেকেই শুরু হয়েছে উত্তেজনা৷ কাকভোর থেকে ছবির শো দেখতে কাতারে কাতারে ভিড় জমিয়েছিল শাহরুখ ফ্যানেরা। ছবির অ্যাডভান্স বুকিং দেখেই বোঝা গেছিল ‘জওয়ান’ নিয়ে ঠিক কতটা উত্তেজনা টগবগিয়ে ফুটছে ভক্তদের। পাঠান-এর বিশ্বজোড়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো। মুক্তির পর থেকে মাত্র ৪ দিনের মধ্যে যেভাবে রেকর্ড গড়ছে শাহরুখ তা থেকেই বোঝাই যাচ্ছে আগামী দিনে পুরনো সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছেন কিং খান৷ ছবিতে ডবল রোলে শাহরুখের অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ পাশাপাশি নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন সকলের অভিনয়ই অনবদ্য৷