শুধু তা-ই নয়, আর একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্যাজুয়াল পোশাকে একটি দোলনায় কেয়ার-ফ্রি ভঙ্গিতে শুয়ে রয়েছেন জাহ্নবী। তাঁর মুখে প্রসাধনের লেশমাত্র নেই। আর তিনি যে দোলনায় শুয়ে রয়েছেন, তার নীচেই বসে রয়েছে অভিনেত্রীর পোষ্য। এই সুন্দর ক্যান্ডিড মুহূর্তই ভাগ করে নিয়েছেন শিখর। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে এই তারকা জুটির অনবদ্য রসায়ন।
advertisement
ক্যাপশনেও গত বছরের প্রতিফলনের ঝলক ভাগ করে নিয়েছেন শিখর। ২০২৪ সালে কী কী অভিজ্ঞতা আর শিক্ষা লাভ করেছেন তিনি, সেই বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিখর লিখেছেন যে, “আমি যা হতে পারি, যা দেখতে পারি এবং আমি যা করতে পারি, সেই সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। ২০২৫-এ পা রাখার সঙ্গে সঙ্গে আরও শক্তি, ক্ষমতা, দূরদর্শিতা, জ্ঞান এবং সুযোগের জন্য প্রার্থনা করি। যাতে আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি অভাবীদের সাহায্য করতে পারি। সেই সঙ্গে কোথা থেকে কোথায় যেতে পারি, সেই বিষয়ে আরও শিক্ষা নিতে পারি এবং সব সময় সঠিক পথেই থাকি, সে যতই কঠিন হোক না কেন। আর প্রত্যেকটা লক্ষ্যের পিছনে ছুটতে পারি। এর পাশাপাশি একটা সিংহ যেমন শিকারের উপর নজর রাখে, ঠিক সেই রকম লক্ষ্য, ক্ষমতা নিয়ে স্বপ্ন দেখতে পারি।” পোস্টের শেষে শিখর লিখেছেন যে, “আমি চাই যে, আপনি যা চান এবং আপনার যা প্রাপ্য, তা যেন বহু গুণে পান। হ্যাপি নিউ ইয়ার! হর হর মহাদেব!”
প্রসঙ্গত কাজের দিক থেকে আপাতত ২০২৫ সালের প্রথম কাজ নিয়ে প্রস্তুত জাহ্নবী। শশাঙ্ক খৈতান পরিচালিত ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিতে দেখা যাবে তাঁকে। রোম্যান্টিক ধারার এই ছবিতে অভিনয় করছেন বরুণ ধওয়ান এবং অক্ষয় ওবেরয়ও। এর পাশাপাশি ‘পরম সুন্দরী’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবীকে। ফলে বোঝাই যাচ্ছে যে, অভিনেত্রীর কেরিয়ার এখন উর্ধ্বমুখী।