মায়ের মতোই ভীষণ প্রাণবন্ত জাহ্নবী। তবে শুধু শরীর-চর্চাতে কিন্তু মেতে থাকেন না তিনি। মাঝে মধ্যেই নানা মজা করতে দেখা যায় তাঁকে। খাবার খেতেও ভীষণ ভালোবাসেন জাহ্নবী। খাবারের সঙ্গে কখনও আপোস করেন না তিনি। সে শরীরে যতই মেদ বাড়ুক না কেন। তবে সম্প্রতি জাহ্নবীর ভিডিও দেখে চমকেছেন নেটজেনরা। অবাক ভক্তরাও। এ কী করে সম্ভব?
advertisement
মুম্বই-এর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন জাহ্নবী কাপুর। কালো ডিপ কাট পোশাকে তাঁকে মোহময়ী দেখাচ্ছিল। জাহ্নবীকে দেখেই অবাক সকলে। কী করে এতটা রোগা হলেন তিনি? শরীরে একটুও মেদ নেই। অনুষ্ঠান থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরে ভক্তদের ভিড়। সকলেই সেলফি তুলতে চান। চলে যাচ্ছিলেন জাহ্নবী। কিন্তু তিনি দাঁড়ালেন তুললেন সেলফি। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হতেই শোরগোল শুরু হয়। সকলেই জাহ্নবীর মিষ্টি ব্যবহারের প্রশংসা করেছেন। একেবারে মাটির মানুষ মনে হয়েছে তাঁকে। সেই সঙ্গে ভক্তদের প্রশ্ন, জাহ্নবীকে নাকি চেনাই যাচ্ছে না। এতটা ঝরঝরে তিনি হলেন কীভাবে? সবটাই কড়া ডায়েট আর যোগা।