সোনমের তুতো বোন জাহ্নবী। অর্থাৎ বনি-কন্যা এখন ছোট্ট বায়ুর মাসির ভূমিকায়। তবে ব্য়স্ততার কারণে দিদির ছেলেকে দেখতেই যেতে পারেননি তিনি। সামনেই নতুন ছবির মুক্তি। প্রচার করতে করতেই দিন কেটে যাচ্ছে। দম ফেলার ফুরসৎ নেই! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "সত্যি বলতে এখনো বায়ুর সঙ্গে দেখা হয়নি। শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। শুধু ছুটে বেড়াতে হচ্ছে। নিজেও বিশেষ ভালো ছিলাম না। তাই কোনও ঝুঁকি নিইনি। হাতে সময় নিয়ে দেখা করতে যাব।"
advertisement
অন্ত:সত্ত্বা থাকাকালীন স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ছিলেন সোনম। আপাতত ছেলেকে নিয়ে মুম্বইতেই রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, নিজেকে একটু সামলে নিয়ে কাজে ফিরবেন কাপুর-কন্যে।
আরও পড়ুন: বলি সুন্দরীর অ্যাক্সিডেন্ট! স্কুল থেকে ফেরার পথে রম্ভার ছোট্ট মেয়ে পথ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি
আরও পড়ুন: বডি ডিসমরফিক ডিসঅর্ডারে আক্রান্ত ইলিয়ানা নিজের জীবন শেষ করে দিতে চাইতেন, কেন
সোনমকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে। জোয়া ফ্যাক্টর ছবিতে। এর পর কাজ থেকে দীর্ঘ বিরতি। জানা গিয়েছিল, ওম মাখিজার ব্লাইন্ড-এ দেখা যাবে তাঁকে। সেই ছবিতে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
অন্য দিকে, মিলির প্রচারে ব্যস্ত জাহ্নবী। এই থ্রিলারে নার্সের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পর্দায় অস্তিত্বের সংগ্রাম ফুটিয়ে তোলার দায়িত্ব শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যার কাঁধে। জাহ্নবীর সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন সানি কৌশল, মনোজ পাওয়া, সঞ্জয় সুরিদের মতো অভিনেতারা। ৪ নম্ভেম্বর মুক্তি পাবে ছবিটি।
তবে কি তার পরেই মাসির সঙ্গে দেখা হবে বায়ুর? এখন সেটাই দেখার।