জানা যাচ্ছে, জ্যাকলিনের (Jacqueline Fernandez) জন্য একের পরে এক ছবি প্রযোজনা করার কথা দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। এমনকি সুকেশ বিভিন্নদের সাক্ষী রেখে জ্যাকলিনকে কথা দিয়েছিলেন, বড় প্রযোজকদের সঙ্গে জোট বেঁধে তিনটি পার্টের মহিলা সুপারহিরোর উপরে ছবি করবেন। এর বাজেট ৫০০ কোটি টাকা বলেও জানান সুকেশ।
advertisement
এক সূত্রের কথায়, "সুকেশ জানত, জ্যাকলিন বলিউডে কাজ খুঁজছেন। ওর হাকে বেশি ছবি ছিল না। এই দুর্বল অবস্থার সুযোগ নিয়ে জ্যাকলিনের মন জয় করতে চান সুকেশ। জ্যাকলিনকে কথা দিয়েছিলেন, তাঁকে নিয়ে দেশের প্রথম মহিলা সুপারহিরো ছবি করবেন এবং হলিউডের VFX শিল্পীরা কাজ করবেন। বিরাট ভাবে এই ছবির শ্যুটিং হবেন বলেও তিনি জানান। জ্যাকলিনকে সুকেশ বলেছিলেন, তাঁকে নাকি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে। আর তাই তার জন্য একটি সুপারহিরো ছবি বানানোই যায়।"
আরও পড়ুন - তীব্র প্রেম, সঙ্গে টানাপোড়েন নিয়ে হাজির দীপিকা-সিদ্ধান্ত-অনন্যা! দেখুন 'গেহরাইয়া' টিজার
জ্যাকলিন (Jacqueline Fernandez) এই কথাগুলি বিশ্বাস করেছিলেন। ভেবেছিলেন, সত্যিই তাঁকে নিয়ে একটি ছবি হবে। জ্যাকলিনের সঙ্গে কথা বলার আগে সুকেশ নাকি ছবির বাজেট নিয়ে খুবই গবেষণা করেছিলেন। প্রসঙ্গত, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে রয়েছে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। এই বিষয়ে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সুকেশের বিরুদ্ধে ৭০০০ পাতার একটি চার্জশিট ফাইল করেছে ইডি। সুকেশের সঙ্গে তার স্ত্রী লীনা মারিয়া পলও অভিযুক্ত। এই ঘটনায় নাম জড়িয়েছে বলিউডের আরও এক অভিনেত্রী নোরা ফাতেহিরও (Nora Fatehi)। নোরাকেও একটি দামী গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ।