TRENDING:

জুটি বাঁধছেন ইশা-অনুভব, টলিউডে এবার ‘সহবাসে’র গল্প !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিরোনাম পড়ে চমকে উঠবেন না ৷ এটা নতুন কোনও টলিউডের গুঞ্জনও নয় ৷ বরং নতুন ছবিতে  জুটি বাঁধতে চলেছেন ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল ৷ ছবির নাম ‘সহবাসে’ ! ইশা ও অনুভব দু’জনে টলিউডে নতুন হলেও, ইতিমধ্যেই নজরে কেড়েছেন ৷ আর তাই তো ছবির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল ছবির মূল চরিত্রে সাইন করিয়ে ফেলেছেন ইশা ও অনুভবকে ৷ এই ছবিতে ইশা-অনুভব ছাড়াও রয়েছেন, সায়নি ঘোষ, দেবলিনা দত্ত, ব্রাত্য বসু, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল, তুলিকা বসু৷
advertisement

সিনেমায় নতুন হলেও, অঞ্জন কাঞ্জিলাল নাটকের মঞ্চে নানা রকম গল্প বলে চলেছেন বহু বছর ধরে ৷ মূলত দিল্লিবাসী ৷  নাটকের মঞ্চেই এতদিন ছিল তাঁর আধিপত্য ৷  ‘সহবাসে’-ই তাঁর প্রথম ছবি৷

নাটকের মঞ্চ থেকে সিনেমা, একেবারে আলাদা দু’টো প্ল্যাটফর্ম, কীভাবে তৈরি করছেন নিজেকে? উত্তরে অঞ্জন জানিয়ে দিলেন, ‘তৈরি ভালোভাবেই ৷ তবে আমি একা নই ৷ গোটা টিম তৈরি হচ্ছে ৷ একেবারে ইয়ং একটা টিম ৷ খুব এনাজের্টিক ৷ রেইকি চলছে ৷ কলকাতা ও জলপাইগুড়ির নানা জায়গাতে শ্যুটিং হবে ৷ মে মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে শ্যুটিং ৷ ব্যস্ততা একেবারে তুঙ্গে৷’

advertisement

তা জুটি হিসেবে অনুভব-ইশাই কেমন? পরিচালকের সোজা উত্তর, ‘গল্পটা একেবারে ইয়ং ৷ ২৫ বছর বয়সী দু’জনের গল্প ৷ ইশা ও অনুভব গল্পের সঙ্গে দারুণ মানানসই ৷ ’

ছবির গল্পের কথা বলতে গিয়ে পরিচালক অঞ্জন কাঞ্জিলাল জানালেন, ‘আমি ছবিতে কোনওরকম জ্ঞান দিতে চাই না ৷ আজকের জেনারেশনের আনস্টেবল মানসিকতাকেই তুলে ধরতে চাই ৷ প্রেম, চাকরি, সম্পর্ক সব নিয়েই কেমন একটা ছাড়া ছাড়া এই জেনারেশন ৷ প্রচুর ইনসিকিওরিটি ৷ এই সবই গল্পে থাকবে ৷ ’

advertisement

অন্যদিকে, ছবির নায়ক অনুভব কিন্তু ‘সহবাসে’ নিয়ে দারুণ এক্সাইটেড ৷ আর হবেন নাই বা কেন, ছবির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল, শুধু পরিচালক নন, অনুভবের রিয়েল লাইফ ফাদার !

নাটকের পরে বাবার সঙ্গে এবার ছবির কাজ ৷ কাজ করাটা কি একটু কঠিন হবে নাকি সোজা ?

advertisement

হেসে ফেলে অনুভব বললেন, ‘বাবা খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসেন ৷ নাটকের সময় দেখেছি ৷ সে দিক থেকে সিনেমাতেও যে সেই গোছানো ব্যাপারটা থাকবে, তা বলাবাহুল্য ৷ তবে যেহেতু এই ছবির গল্প বহুবার নাটকের মঞ্চে অভিনয় করেছি, সেদিক থেকে মস্তিষ্কে একটা গ্রাফিক্স তৈরি হয়েই রয়েছে ৷ শুধু বাবা বলে নয়, আমি যে কোনও পরিচালকের সঙ্গে কাজ করার সময় আমার একশো শতাংশ দিয়ে থাকি ৷ এবারটাও তা দেব ৷ ’

advertisement

আর ইশা ? উত্তরে অনুভব বললেন, ‘প্রজাপতি বিস্কুটের ট্রেলারে যেদিন প্রথম আমি ইশাকে দেখি সেদিনই ঠিক করেছিলাম, ইশার সঙ্গে অভিনয় করতেই হবে ৷ আর সেই সুযোগটাই পেয়ে গেলাম সহবাসে ছবিতে !’

প্রজাপতি বিস্কুট অনুভব দেখলেও, এখনও অবধি অনুভবের কোনও ছবি দেখা হয়নি ইশার ৷ তাই অনুভবকে নিয়ে জিজ্ঞেস করতেই, ইশার সোজা উত্তর, ‘  ওকে আগে থেকেই চিনি ৷ অব্যক্ত দেখার জন্য মুখিয়ে আছি ৷ তবে ওর সঙ্গে ততদিনে অভিনয় করা হয়ে যাবে ৷ কিন্তু যতদূর শুনেছি, কাজ নিয়ে অনুভব খুব সিরিয়াস একজন অভিনেতা ৷  আমাদের জুটিটা ভালোই হবে৷’

‘সহবাসে’ ছবিতে টুসি-র চরিত্রে দেখা যাবে ইশাকে ৷ আর উল্টোদিকে নীলের চরিত্রে অভিনয় করবেন অনুভব ৷ এই প্রজন্মের ছেলেমেয়েদের  প্রেম, সম্পর্ক, ‘কমিটমেন্ট’ -নিয়ে টানাপোড়েনই ছবির গল্প ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইশার কথায়, ‘চিত্রনাট্যটা শোনার পরেই, হ্যাঁ করে দিলাম ৷ আমার অন্যান্য ছবির থেকে এই ছবিটা অনেক আলাদা, টুসির চরিত্র একেবারেই অন্যরকম৷ মনে হল এই চরিত্র করার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে ৷ আর সত্যি বলতে কি, পরিচালক অঞ্জন কাঞ্জিলাল, আমাকে ভরসা করে এই চরিত্র দিয়েছেন, একজন অভিনেত্রী হিসেবে আর কি চাই !’

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জুটি বাঁধছেন ইশা-অনুভব, টলিউডে এবার ‘সহবাসে’র গল্প !