TRENDING:

এনগেজড প্রিয়াঙ্কা ! নিকের দেওয়া হিরের আংটি কেন লুকিয়ে রাখছেন পিগি?

Last Updated:

বলা নেই কওয়া নেই, দুম করে কী তাহলে বাগদান পর্বটা সেরে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলা নেই কওয়া নেই, দুম করে কী তাহলে বাগদান পর্বটা সেরে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া ? প্রশ্নের উত্তরে অবশ্য না কিছু বলছেন প্রিয়াঙ্কা নিজে, না বলছেন গুঞ্জনে থাকা বয়ফ্রেন্ড নিক জোনস ৷ প্রায় গত দু’মাস ধরে চলা প্রিয়াঙ্কা-নিক গুঞ্জনে কান পাতলে শুধু শুনতে পাওয়া যাচ্ছে, একটাই খবর ৷ খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন নিক ও পিগি ৷ এমনকী, সলমনের ‘ভারত’ ছবি থেকে নাকি প্রিয়াঙ্কার সরে আসার কারণ এই নিক জোনসের সঙ্গে বিয়েই !
advertisement

তবে এবার গপ্পোটা ঘটল অন্য, হঠাৎ-ই প্রিয়াঙ্কার ডান হাতের অনামিকাতে চকচকে হয়ে উঠল বিশাল মাপের হিরের আংটি ! অনামিকাতে যখন হিরের আংটি, তখন তো বাগদান পর্ব খতম ! এই স্পেকুলেশন চললেও, পাত্র-পাত্রী দুই পক্ষ কিন্তু একেবারেই চুপ !

আরও পড়ুন 

কেরিয়ারের শুরুতে এমনই দেখতে ছিলেন অভিনেতা দেব, দেখুন ভাইরাল ভিডিও

advertisement

অন্যদিকে অবশ্য পাপারাৎজির ক্যামেরা থেকে হাতের আংটিকে বাঁচাতে নানা চেষ্টাই চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা ৷ তবে এক ইংরেজি ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রিয়াঙ্কার হাতের এই হিরের আংটি কেনার জন্য নাকি নিউ ইয়র্কের ‘টিফিনি’ দোকনাটি বন্ধ করে দিয়েছিলেন ৷ যাতে কেউ বিরক্ত না করতে পারে এই যুগলকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

তবে আপাতত, এই খবরটা রয়েছে শুধুই গুঞ্জনে ৷ কারণ, এখনও অবধি পাত্র-পাত্রীর পক্ষ থেকে এই ব্যাপারে মুখ খোলেননি কউ ৷ এমনকী, শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ, নিকের জন্মদিনের দিনই বিয়ে হতে চলেছে নিক ও প্রিয়াঙ্কার !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এনগেজড প্রিয়াঙ্কা ! নিকের দেওয়া হিরের আংটি কেন লুকিয়ে রাখছেন পিগি?