তবে এবার গপ্পোটা ঘটল অন্য, হঠাৎ-ই প্রিয়াঙ্কার ডান হাতের অনামিকাতে চকচকে হয়ে উঠল বিশাল মাপের হিরের আংটি ! অনামিকাতে যখন হিরের আংটি, তখন তো বাগদান পর্ব খতম ! এই স্পেকুলেশন চললেও, পাত্র-পাত্রী দুই পক্ষ কিন্তু একেবারেই চুপ !
কেরিয়ারের শুরুতে এমনই দেখতে ছিলেন অভিনেতা দেব, দেখুন ভাইরাল ভিডিও
advertisement
অন্যদিকে অবশ্য পাপারাৎজির ক্যামেরা থেকে হাতের আংটিকে বাঁচাতে নানা চেষ্টাই চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা ৷ তবে এক ইংরেজি ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রিয়াঙ্কার হাতের এই হিরের আংটি কেনার জন্য নাকি নিউ ইয়র্কের ‘টিফিনি’ দোকনাটি বন্ধ করে দিয়েছিলেন ৷ যাতে কেউ বিরক্ত না করতে পারে এই যুগলকে ৷
তবে আপাতত, এই খবরটা রয়েছে শুধুই গুঞ্জনে ৷ কারণ, এখনও অবধি পাত্র-পাত্রীর পক্ষ থেকে এই ব্যাপারে মুখ খোলেননি কউ ৷ এমনকী, শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ, নিকের জন্মদিনের দিনই বিয়ে হতে চলেছে নিক ও প্রিয়াঙ্কার !