সম্প্রতি 'কিসি কা ভাই কিসি কি জান'-ছবির প্রচারে দুজনেই ব্যস্ত রয়েছেন৷ ছবিতে তাদের কেমিস্ট্রিও বেশ নজর কেড়েছে দর্শকদের৷ তার উপর সলমনের সঙ্গে ডেটিংয়ের গুজবও বেশ তুঙ্গে৷ এর মধ্যেই ডেটিং নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন পূজা৷ জনপ্রিয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পূজা বলেন, 'এটা নিয়ে আর কী বলব৷ আমি এরকমভাবেই থাকতে ভালবাসি৷ এখন শুধু একটাই লক্ষ্য কেরিয়ারে ফোকাস করা৷ তবে আশেপাশে যে গুজবগুলো রটছে তাতে মোটেই কান দেওয়ার সময় নেই'৷
advertisement
আরও পড়ুন-প্রথম বিবাহবার্ষিকীতে আলিয়াকে কী সারপ্রাইজ দিলেন রণবীর, জানলে চমকে যাবেন
আরও পড়ুন-ভিকি কৌশল এবার 'হকির যাদুকর'! বলিউডে আবার কিংবদন্তি খেলোয়াড়ের বায়োপিক
এর আগেও বলিউডের অন্দরের এক ব্যক্তি টুইটারে দাবি করেছিলেন, সলমন খান নাকি পূজার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে সম্পর্কের পুরো গুজব উড়িয়ে দিয়েছেন পূজা৷ 'কিসি কা ভাই কিসি কি জান'- ছবিতে সলমনের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে পূজাকে৷ তারপর থেকেই প্রেমের চর্চা শুরু৷ সলমনের কাছের বন্ধু তথা খ্যাতনামা পরিচালক সলমনের সম্পর্ক নিয়েও মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, 'যে সমস্ত লোক এই ধরনের খবর ছড়ায়, তাদের লজ্জা থাকা উচিত। ওই মেয়েটা সলমনের মেয়ের বয়সী। একটা ছবি করছেন মানে ওরা প্রেম করছে। তবে এটা কিন্তু অস্বস্তিকর খবর'। যদিও চর্চা একটুও কমেনি৷ তবে এবার পূজার মন্তব্য নিয়ে জলঘোলা শুরু করেছেন নেটিজেনরা৷ চলতি বছরের ঈদে অর্থাৎ ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভাইজানের 'কিসি কা ভাই কিসি কি জান'-ছবিটি।