এরপরে সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ্য়ে আসে বিয়ের তারিখ। অনেকেই তখন ধারণা করেন, এটা কোনও সিনেমার প্রচার। ছবির সঙ্গে যুক্ত রয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেখানে বলা হয়েছিল, বাকি উত্তর পাওয়া যাবে ২৫ নভেম্বর।
আরও পড়ুন: বিছানায় পুরুষের এই ৫ বিষয় মহিলাদের সবচেয়ে বেশি অপছন্দের!
advertisement
গত সোমবার সোশ্য়াল মিডিয়া পোষ্ট করেন অভিনেতারা। সেখানে বেশ কিছুটা রহস্য়ের সমাধান হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র নয়, বড়পর্দায় এই বিয়ে করতে চলেছেন অভিনেতা ঋষভ বসু (Rishav Basu) ও অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)।
আরও পড়ুন: লাল টুকটুকে ঠোঁট থাকবে ১২ ঘণ্টা! লিপস্টিকের বদলে লাগান এই দ্রব্য়
সম্প্রতি একটি পোস্টে দেবদীপ মুখোপাধ্য়ায় তাঁর ফেসবুক পোস্টে জানান তিনি বেজায় খুশি এই বিয়ে নিয়ে। হবে নাই বা কেন? তাঁর ক্য়পশনেই রয়েছে তার উত্তর। ক্য়াপশনে লিখেছেন, "এই জীবনের প্রথম আইটেম নম্বর, সেইটাই নাকি আবার টাইটেল ট্র্য়াক। লেখা, সুর করা, গাওয়া, সঙ্গে নাচ! মাথার উপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন বলে এ যাত্রায় উতরে গেলাম"।