সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, ‘ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ইরফান ৷ আমার সঙ্গে রোজই ফোনে কথা হয় ইরফানের ৷ ক্রিকেট খেলা দেখছে রোজ ৷ আর সুযোগ পেলেই গলা ছেড়ে গান গাইছে ইরফান ৷ আর আমাকে হোয়াটসঅ্যাপে সেই গান পাঠাচ্ছে ৷ আমার সমস্ত প্রার্থনা রয়েছে ইরফানের সঙ্গে ৷ ইরফানকে ভালো হতেই হবে ৷’
advertisement
নিজের ছবি ট্যুইটারে পোস্ট করলেন ইরফান খান ৷ তিনি অসুস্থ ৷ ক্যন্সারে আক্রান্ত ৷ তাঁর চিকিৎসা চলছে লন্ডনে ৷ সেখান থেকেই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ৷ শরীরটা কিছুটা হলেও দুর্বল ৷ হলুদ টি-শার্টে রয়েছেন ইরফান ৷ কানে রয়েছে ইয়ারফোন ৷ আর মুখে চওড়া হাসি ৷ তিনি গান শুনছেন ৷ নিজের মুক্তিপ্রাপ্ত ছবির কারওয়া-র গান শুনছেন ৷ তবে শুধু আজ নয়, গান তিনি শুনছেন বেশ কিছু দিন ধরেই ৷ গানের কথা লিখেছেন তিনি ৷ বোঝাই যাচ্ছে বেশ উপভোগ করছেন তাঁর নতুন ছবির গান ৷ তিনি তাড়াতাড়ি সেরে উঠুন, কামনা সকলের ৷