TRENDING:

Arjun Chakraborty in Anurager Chowa: ভাল লাগলেই কাজ করব, সবসময় এটা ভাবলে না খেয়ে মরতে হবে: অর্জুন চক্রবর্তী

Last Updated:

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কাজ শুরু করলেন অর্জুন চক্রবর্তী৷ অনেকদিন পর আবার তিনি ছোটপর্দায়৷ শ্যুটিং শুরুর অভিজ্ঞতা নিয়ে কথা বললেন News18বংলা.com-এর পূজা বসু দত্তরে সঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শ্যুটিং শুরু হয়েছে, স্ক্রিনেও তাঁকে দেখা গিয়েছে৷ আবার ছোটপর্দায় অর্জুন চক্রবর্তী৷ গানের ওপারে দিয়ে তাঁর কেরিয়ার শুরু৷ মাঝে মাত্র একটা সিরিয়াল (জামাইরাজা) তিনি করেছিলেন৷ বাকি কাজ বড়পর্দা থেকে ওটিটি-তে৷ ফলে আরও একবার মেগা সিরিয়ালের সেটে ফিরে তিনি বেশ উত্তেজিত৷ সিরিয়ালে প্রতিদিন কাজ হয়, বিরতি মেলে কম৷ তাতে যেমন চাপ থাকে, তেমনই অভিনয়ের ঘষামাজার সুযোগ থাকে বলে মত অর্জুনের৷ চেনা পরিসরে কিছুটা নতুন অভিজ্ঞতা হচ্ছে অভিনেতার৷ তিনি কাজ করছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে৷
advertisement

দীর্ঘদিন ধরে টিআরপির শীর্ষে থাকা সিরিয়ালে অর্জুন অভিনয় করছেন চিকিৎসকের ভূমিকায়৷ ডঃ অর্জুনের চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে৷ মেগা সিরিয়াল মানেই কাজের চাপ থাকে, অনুরাগের ছোঁয়া ব্যতিক্রম নয়৷ এই চাপ তাঁর কাছে নতুন নয়, জানালেন অর্জুন৷ তবে নতুন হল শ্যুটিং-এ ব্যবহার করা ক্যামেরা৷ “শ্যুটিং-এর ক্যামেরাটাই বদলে গিয়েছে, অনেক রকম লেন্স ব্যবহার করা হচ্ছে, যা আগে হত না”, বলছেন অর্জুন চক্রবর্তী৷ সিরিয়াল দিয়েই কাজ শুরু করেছিলেন তিনি৷ সিরিয়াল থেকেই তাঁর পরিচিতি, ফলে ছোটপর্দায় কাজ করা নিয়ে একেবারেই ছুৎমার্গ নেই তাঁর৷ উল্টে প্রতিদিন সেটে গিয়ে শ্যুট করতে বেশ উপভোগ করছেন৷

advertisement

আরও পড়ুনViral Video: চোখের নিমেষে বদলে গেল চেহারা! বহুদিন টেলিভিশন থেকে দূরে অভিনেত্রী কে বলুন?

“আমি কাজে ব্যস্ত থাকতে চাই৷ বাড়িতে বসে থাকতে একেবারেই ভালবাসি না৷ সঙ্গে আয়ের দিকটাও গুরুত্বপূর্ণ”৷ তাই তো কাজ করতে রাজি হয়েছি,বলছেন সব্যসাচী পুত্র৷ প্রতিদিন কাজ থাকলেও, অন্যান্য কাজ তিনি সময় বের করে করবেন বলেও জানিয়েছেন৷ অর্জুনের কথায়, “ভাল কাজ এলে এর মধ্যেই সময় ভাগ করে করব৷ ভাল কাজ মাঝেমধ্যে আসে৷ প্রতি মাসে এমন কাজ আসবে তা না৷ তবে এটাও ঠিক যে সবসময় নিজের ইচ্ছে মতো কাজ পাব আর সেটাই করব তা হয় না৷ অনেক সময় অনেক কাজ অনিচ্ছা সত্ত্বেও করতে হয়৷ অনুরাগের ছোঁয়াও কয়েকটা দৃশ্য হয়ত আমার পছন্দ হবে না৷ তবে করতে হবে৷ কারণ শুধুমাত্র নিজের ইচ্ছে মতো কাজ করব বললে অনেক অভিনেতাই না খেয়ে থাকবেন৷” খুবই স্পষ্টভাবে সোজা কথাটা জানালেন অনুরাগের ছোঁয়ার ডঃ অর্জুন৷

advertisement

আরও পড়ুন  Plus size model: শরীরের গঠন নজরকাড়া, Plus সাইজ মডেলকে নিয়েই তোলপাড় বিশ্ব!

এই সিরিয়ালে তিনি একেবারেই নতুন৷ দিব্যজ্যোতি-স্বস্তিকার জুটি অত্যন্ত জনপ্রিয়৷ অনুরাগের ছোঁয়ার নায়ক সূর্য অর্থাৎ দিব্যজ্যোতির অগুণিত ভক্ত৷ অন্যদিকে অর্জুনের ফ্যান ফলোয়িংও প্রচুর৷ দুই অভিনেতার টক্কর দেখা যাবে কী? “প্রথম থেকেই আমাদের বন্ডিং খুব ভাল হয়েছে৷ দু’জনে ভাল কাজ করলে দু’জনের ভক্তরাই খুশি হবে, কাজও ভাল হবে৷” ফলে ভাল কাজের কথাই শোনালেন অর্জুন৷ এখন তো তিনি প্রতিদিন দর্শকদের সামনে৷ আবার কবে দেখা যাবে সিনেমায়? “কিছুটা অপেক্ষা করতে হবে”, জানিয়ে দেন তিনি৷

advertisement

শুভ্রজিৎ মিত্রর দেবী চৌধূরানীতে তাঁকে দেখা যাবে৷ রঙ্গরাজের চরিত্রে অভিনয় করবেন তিনি৷ ইতিমধ্যেই সেই লুক সামনে এসেছে৷

বাংলা ছবির বাজার নিয়ে বেশ আশাবাদী অর্জুন চক্রবর্তী৷ পুজোর সময় মুক্তিপ্রাপ্ত ছবি যেভাবে ব্যবসা করেছে তা বাংলা ছবির বাজারের জন্য ভাল, মানছেন তিনি৷ পাশাপাশি সুপারস্টার দেবের প্রসংশা করেন অর্জুন৷ যেভাবে একের পর এক অন্যধারা ছবি তৈরি করছেন দেব তার তারিফ না করে পারলেন না অর্জুন৷

অর্জুনের নতুন কাজ খুব ভাল হোক, দর্শকদের পছন্দ হোক ডঃ অর্জুনের চরিত্র, সেই আশাই করছে তাঁর ভক্তকূল৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arjun Chakraborty in Anurager Chowa: ভাল লাগলেই কাজ করব, সবসময় এটা ভাবলে না খেয়ে মরতে হবে: অর্জুন চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল