TRENDING:

Arjun Chakraborty in Anurager Chowa: ভাল লাগলেই কাজ করব, সবসময় এটা ভাবলে না খেয়ে মরতে হবে: অর্জুন চক্রবর্তী

Last Updated:

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কাজ শুরু করলেন অর্জুন চক্রবর্তী৷ অনেকদিন পর আবার তিনি ছোটপর্দায়৷ শ্যুটিং শুরুর অভিজ্ঞতা নিয়ে কথা বললেন News18বংলা.com-এর পূজা বসু দত্তরে সঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শ্যুটিং শুরু হয়েছে, স্ক্রিনেও তাঁকে দেখা গিয়েছে৷ আবার ছোটপর্দায় অর্জুন চক্রবর্তী৷ গানের ওপারে দিয়ে তাঁর কেরিয়ার শুরু৷ মাঝে মাত্র একটা সিরিয়াল (জামাইরাজা) তিনি করেছিলেন৷ বাকি কাজ বড়পর্দা থেকে ওটিটি-তে৷ ফলে আরও একবার মেগা সিরিয়ালের সেটে ফিরে তিনি বেশ উত্তেজিত৷ সিরিয়ালে প্রতিদিন কাজ হয়, বিরতি মেলে কম৷ তাতে যেমন চাপ থাকে, তেমনই অভিনয়ের ঘষামাজার সুযোগ থাকে বলে মত অর্জুনের৷ চেনা পরিসরে কিছুটা নতুন অভিজ্ঞতা হচ্ছে অভিনেতার৷ তিনি কাজ করছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে৷
advertisement

দীর্ঘদিন ধরে টিআরপির শীর্ষে থাকা সিরিয়ালে অর্জুন অভিনয় করছেন চিকিৎসকের ভূমিকায়৷ ডঃ অর্জুনের চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে৷ মেগা সিরিয়াল মানেই কাজের চাপ থাকে, অনুরাগের ছোঁয়া ব্যতিক্রম নয়৷ এই চাপ তাঁর কাছে নতুন নয়, জানালেন অর্জুন৷ তবে নতুন হল শ্যুটিং-এ ব্যবহার করা ক্যামেরা৷ “শ্যুটিং-এর ক্যামেরাটাই বদলে গিয়েছে, অনেক রকম লেন্স ব্যবহার করা হচ্ছে, যা আগে হত না”, বলছেন অর্জুন চক্রবর্তী৷ সিরিয়াল দিয়েই কাজ শুরু করেছিলেন তিনি৷ সিরিয়াল থেকেই তাঁর পরিচিতি, ফলে ছোটপর্দায় কাজ করা নিয়ে একেবারেই ছুৎমার্গ নেই তাঁর৷ উল্টে প্রতিদিন সেটে গিয়ে শ্যুট করতে বেশ উপভোগ করছেন৷

advertisement

আরও পড়ুনViral Video: চোখের নিমেষে বদলে গেল চেহারা! বহুদিন টেলিভিশন থেকে দূরে অভিনেত্রী কে বলুন?

“আমি কাজে ব্যস্ত থাকতে চাই৷ বাড়িতে বসে থাকতে একেবারেই ভালবাসি না৷ সঙ্গে আয়ের দিকটাও গুরুত্বপূর্ণ”৷ তাই তো কাজ করতে রাজি হয়েছি,বলছেন সব্যসাচী পুত্র৷ প্রতিদিন কাজ থাকলেও, অন্যান্য কাজ তিনি সময় বের করে করবেন বলেও জানিয়েছেন৷ অর্জুনের কথায়, “ভাল কাজ এলে এর মধ্যেই সময় ভাগ করে করব৷ ভাল কাজ মাঝেমধ্যে আসে৷ প্রতি মাসে এমন কাজ আসবে তা না৷ তবে এটাও ঠিক যে সবসময় নিজের ইচ্ছে মতো কাজ পাব আর সেটাই করব তা হয় না৷ অনেক সময় অনেক কাজ অনিচ্ছা সত্ত্বেও করতে হয়৷ অনুরাগের ছোঁয়াও কয়েকটা দৃশ্য হয়ত আমার পছন্দ হবে না৷ তবে করতে হবে৷ কারণ শুধুমাত্র নিজের ইচ্ছে মতো কাজ করব বললে অনেক অভিনেতাই না খেয়ে থাকবেন৷” খুবই স্পষ্টভাবে সোজা কথাটা জানালেন অনুরাগের ছোঁয়ার ডঃ অর্জুন৷

advertisement

আরও পড়ুন  Plus size model: শরীরের গঠন নজরকাড়া, Plus সাইজ মডেলকে নিয়েই তোলপাড় বিশ্ব!

এই সিরিয়ালে তিনি একেবারেই নতুন৷ দিব্যজ্যোতি-স্বস্তিকার জুটি অত্যন্ত জনপ্রিয়৷ অনুরাগের ছোঁয়ার নায়ক সূর্য অর্থাৎ দিব্যজ্যোতির অগুণিত ভক্ত৷ অন্যদিকে অর্জুনের ফ্যান ফলোয়িংও প্রচুর৷ দুই অভিনেতার টক্কর দেখা যাবে কী? “প্রথম থেকেই আমাদের বন্ডিং খুব ভাল হয়েছে৷ দু’জনে ভাল কাজ করলে দু’জনের ভক্তরাই খুশি হবে, কাজও ভাল হবে৷” ফলে ভাল কাজের কথাই শোনালেন অর্জুন৷ এখন তো তিনি প্রতিদিন দর্শকদের সামনে৷ আবার কবে দেখা যাবে সিনেমায়? “কিছুটা অপেক্ষা করতে হবে”, জানিয়ে দেন তিনি৷

advertisement

শুভ্রজিৎ মিত্রর দেবী চৌধূরানীতে তাঁকে দেখা যাবে৷ রঙ্গরাজের চরিত্রে অভিনয় করবেন তিনি৷ ইতিমধ্যেই সেই লুক সামনে এসেছে৷

বাংলা ছবির বাজার নিয়ে বেশ আশাবাদী অর্জুন চক্রবর্তী৷ পুজোর সময় মুক্তিপ্রাপ্ত ছবি যেভাবে ব্যবসা করেছে তা বাংলা ছবির বাজারের জন্য ভাল, মানছেন তিনি৷ পাশাপাশি সুপারস্টার দেবের প্রসংশা করেন অর্জুন৷ যেভাবে একের পর এক অন্যধারা ছবি তৈরি করছেন দেব তার তারিফ না করে পারলেন না অর্জুন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অর্জুনের নতুন কাজ খুব ভাল হোক, দর্শকদের পছন্দ হোক ডঃ অর্জুনের চরিত্র, সেই আশাই করছে তাঁর ভক্তকূল৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arjun Chakraborty in Anurager Chowa: ভাল লাগলেই কাজ করব, সবসময় এটা ভাবলে না খেয়ে মরতে হবে: অর্জুন চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল