শেষমেষ সমস্ত জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই। কেন ভুবনেশ্বর পৌঁছলেন তার উত্তর দিলেন সামাজিক মাধ্যমে। অভিনেতার কলকাতায় আসার কথা ছিল কিন্তু হঠাৎ ভুবনেশ্বর যাওয়াতে চমকে গিয়েছিলেন সবাই। তবে কেন তিনি হঠাৎ কলকাতা এলেন না তা নিয়ে জোড় জল্পনা শুরু হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: জন্মদিনে কী লিখলেন সামান্থা রুথ প্রভু? পোস্ট শেয়ার হতেই তোলপাড় সামাজিক মাধ্যম
advertisement
শেষমেষ অভিনেতা নিজের ফেসবুক পোস্টে লিখলেন, "ছিলাম ঢাকায়, যাচ্ছিলাম কলকাতায়, পৌঁছলাম ভুবনেশ্বর, এই তো জীবন..." পরে এই পোস্টেই জল্পনার অবসান করে অভিনেতা লেখেন, "যে টার্বুলেন্সে পড়েছিলাম তাতে অন্য কোথাও পৌঁছাতে পারততাম"
এ ছাড়াও অভিনেতা লেখেন, " সৌভিক দাশগুপ্ত'র লেখা ধার করলাম, আমিও এই ফ্লাইটের যাত্রী , আবার যাত্রা শুরু কলকাতার পথে"
আরও পড়ুন: কোয়েল মল্লিকের জন্মদিনে দারুণ 'উপহার'! নায়িকার এই সিনেমাগুলি দেখলে মুগ্ধ হতেই হবে
মূলত টার্বুলেন্সে পড়েই ভুবনেশ্বরে নামতে হয়েছিল তাঁকে। পরে সব ঠিক হতে ফের কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।
'কারাগার' ,'তাকদির', 'পেট কাটা ষ' সহ একাধিক ওয়েব সিরিজের মাধ্যমে এই দেশেও বিপুল জনপ্রিয়তা পান অভিনেতা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবিতেও মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে।