TRENDING:

শুভশ্রীকে 'মা' বলে ডাকছে এই শিশু ! টলিপাড়ায় শোরগোল

Last Updated:

শুভশ্রীকে 'মা' বলে ডাকছে এই শিশু ! টলিপাড়ায় শোরগোল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টলিটাউনের 'মেগা বিয়ে' পর্ব শেষ। কেটে গিয়েছে বেশ কিছু দিনও। এখন চুটিয়ে সংসার করছেন রাজ-শুভশ্রী। পাশাপাশি কাজও চলছে পুরোদমে! রাজ নতুন প্রজেক্ট 'অ্যাডভেঞ্চারস অফ জিজো' নিয়ে ব্যস্ত! শুভশ্রী ব্যস্ত জিমে। ওজন নিয়ে স্কোয়াট থেকে পেটের ওজন কমানোর জন্য ট্রেনিং! চলছে হার্ডকোর এক্সারসাইজ।
advertisement

এরমধ্যেই খবর ছড়ালো, মা হতে চলেছেন শুভশ্রী! কিন্তু নায়িকা জিমে এক্সারসাইজের ভিডিও পোস্ট করে, স্পষ্ট করে দিলেন, জল্পনা কল্পনা আপাতত শিকেয় তোলা থাক! তিনি প্রেগন্যান্ট নন। বিয়ের সময় একটু ওজন বেড়েছিল ঠিকই, তার জন্য তাঁকে মোটাও লাগছিল খানিকটা! আর তাই, জিমে হাজির তিনি!

কিন্তু শুভকে নিয়ে কি আর জল্পনা থেমে থাকতে পারে? একটা গসিপ ধামা চাপা পড়তে না পড়তেই ঘনালো ধোঁয়াশার নতুন মেঘ! সূত্রপাত ইনস্টাগ্রামে পোস্ট করা শুভশ্রীর একটি ভিডিও! সেখানে একটি শিশুকে কোলে নিয়ে আদর করছেন সুন্দরী! তারজন্য গানও গাইছেন-- 'কুছ না কহো'! পোস্টের ক্যাপশনে ওই বাচ্চাটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভ,  সঙ্গে এও লিখেছেন, ''শুভ মা  তোমায় খুব ভালবাসে'!

advertisement

কিন্তু বাচ্চাটি কে? কেনই বা তার কাছে শুভশ্রী ' মা'? ফের নতুন করে দানা বাঁধছে ধোঁয়াশা!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
শুভশ্রীকে 'মা' বলে ডাকছে এই শিশু ! টলিপাড়ায় শোরগোল