এবারের বিগ বস ওটিটি সংস্করণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "প্রতিযোগীদের জন্য ক্যাম্পিং ট্রিপের আয়োজন করা হয়েছে এবং এখানে খুব 'র' ভাবে স্ট্রিমিং হবে। এখানের সব কিছুই ওভার-দ্য-টপ হবে। এমন কিছু সকলে দেখবেন যা আগে আমরা দেখাইনি বা দর্শক দেখেননি। এই অনুষ্ঠানটি সপ্তাহের সাতদিনই সম্প্রচারিত হচ্ছে। এবারের আয়োজনে দর্শকদের কাছে নতুন ফ্লেভার পৌঁছে দেওয়ার কথা ভেবেছি আমরা। আমাদের এই ধারণাটি কোভিড পরিস্থিতির জন্যই এসেছিল। আমাদের ধারণা মানুষ এবার বাইরে যেতে চাইবেন, যেহেতু তাঁরা এত দিন ধরে চার দেওয়ালে আবদ্ধ হয়েছিলেন। সব মিলিয়ে আমরা বোহেমিয়ান এবং জিপসি ফিলিং নিয়ে একটি কার্নিভাল থিমের কথা ভেবেছিলাম। যেমন অনেকেই বাইরে ঘুরতে বেরোলে তাঁবুর মধ্যে থাকতে পছন্দ করেন, সেরকম ভাবেই এবারে বিগ বসের সেটটি জঙ্গলের পরিবেশের মতো করা হয়েছে।"
advertisement
ওমাং আরও বলেছেন, "যখন বসার ঘর দেখবেন, তখন দেখতে পাবেন ছাদটি প্যাচওয়ার্ক দিয়ে তৈরি। একেবারে তাঁবুর আকার দেওয়া। এর মধ্যে থাকবে ছোট ছোট আলো। উপরে একটি ১০ ফুট লম্বা ঝুড়ির মধ্যে ঝাড়বাতি দেখতে পাবেন। সেখানে থরে থরে সাজানো থাকবে ফুল।"