TRENDING:

Indrani Haldar: রবীন্দ্রসঙ্গীত বলে ‘ধন ধান্য পুষ্পে ভরা’ গেয়ে উঠলেন ইন্দ্রাণী হালদার, 'শ্রীময়ী’-র কাণ্ডে হাসির রোল...

Last Updated:

রবীন্দ্রসঙ্গীত গাইতে বলায় দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা ‘ধন ধান্য পুষ্পে ভরা’ গেয়ে উঠলেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)! কী কাণ্ড!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আলোর রোশনাইয়ে ভরা মঞ্চে রানি কালারের পোশাকে ঝলমলাচ্ছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Haldar) ! সামনের দর্শকাসন উপচে পড়ছে ভিড়ে! একসময়ের কাঁপিয়ে-দাপিয়ে বেড়ানো নায়িকার চাহিদা যে এখনও কিছু কম নয়, তা বোঝা যাচ্ছে দর্শকের উচ্ছ্বাস থেকেই! দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন ইন্দ্রাণী (Indrani Haldar), মজা-ঠাট্টাও চলছে দেদার! আচমকাই ঘটল বিপত্তি! রবীন্দ্রসঙ্গীত গাইতে বলায় দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা ‘ধন ধান্য পুষ্পে ভরা’ গেয়ে উঠলেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)! কী কাণ্ড!
advertisement

সম্প্রতি ফেসবুকে ইন্দ্রাণী হালদারের (Indrani Haldar) একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে এই মুহুর্তে চর্চা তুঙ্গে! ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে অভিনেত্রী, এক দর্শক তাঁর কাছে গান শোনার আবদার রাখেন! ইন্দ্রাণীর চোখা জবাব, '' আমায় কি লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, ব্রততী বন্দ্যোপাধ্যায় মনে হয়? আমি অভিনেত্রী, গায়িকা নই''! এরপর, সেই দর্শককে মঞ্চেও ডেকে নেন ইন্দ্রাণী, বেশ অনেক্ষণ ধরে চলে নানা রসিকতা! এর পর ইন্দ্রাণী জানান, তিনি রবীন্দ্রসঙ্গীত খুব ভাল গান এবং গাইবেনও! ব্যস! এখানেই বাঁধল বিপত্তি! রবীন্দ্রসঙ্গীত বলে গেয়ে ফেললেন দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা ‘ধন ধান্য পুষ্পে ভরা’! ইন্দ্রাণী হালদারের এহেন কীর্তি ভাইরাল হতে সময় নেয়নি! নেটদুনিয়ায় হাসির রোল তুলেছে নেটিজেনরা! চলছে সমালোচনা, ব্যাঙ্গ!

advertisement

দেখুন সেই ভিডিও--

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

টালিগঞ্জে জোর গুঞ্জন, চলতি বছরে ফের একবার বড় পর্দায় ফিরছেন ছোট পর্দার ‘শ্রীময়ী’। ২৪ ডিসেম্বর প্রযোজনা সংস্থা এসভিএফ ঘোষণা করেছে তাদের আগামী ছবি ‘কুলের আচার’-এর কথা। শোনা যাচ্ছে, এই ছবিতেই দাপুটে শাশুড়ি-র চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণীকে। ছবির শ্যুট শুরু হবে ফেব্রুয়ারিতে। ঝুলিতে রয়েছে আরও কাজ! 'কুলের আচার'-এর শুটিং শেষ করেই ইন্দ্রাণী শুরু করবেন মৈনাক ভৌমিকের আগামী ছবির কাজ। এখনও পর্যন্ত ঠিক হওয়া নাম ‘ছুটকি’। ইন্দ্রাণীকে ঘিরেই গড়াবে ছবির চিত্রনাট্য। শোনা যাচ্ছে, ছবিতে ইন্দ্রাণীই নাকি ‘ছুটকি’। যার মায়ের বাড়িতে ভাড়া থাকতে আসবে এক তরুণী। তার সঙ্গেই অসম বয়সী বন্ধুত্ব গড়ে উঠবে ছুটকির। এই তরুণীর ভূমিকায় অভিনয় করবেন মধুমিতা সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Indrani Haldar: রবীন্দ্রসঙ্গীত বলে ‘ধন ধান্য পুষ্পে ভরা’ গেয়ে উঠলেন ইন্দ্রাণী হালদার, 'শ্রীময়ী’-র কাণ্ডে হাসির রোল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল