ইন্ডিয়ান আইডলের মঞ্চ ছেড়ে, বিজেতারা ফিরেও গিয়েছেন নিজ নিজ শহরে। আর ফ্যানপেজগুলির দৌলতে ফাঁস হয়ে গিয়েছে বিজেতাদের নামও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খড়গপুরের শুভজিৎ চক্রবর্তীর এয়ারপোর্টের ছবি। কলকাতায় ফিরেছেন মানসী ঘোষও। ফিরে এসেছেন প্রিয়াংশু দত্তও।
আরও পড়ুন: ডাক্তারি পড়ার স্বপ্ন? রইল দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজের তালিকা, খরচ-নিয়মকানুন সব জানুন
advertisement
এবারের ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর টপ ৬ ফাইনালিস্টদের মধ্যে ৩ জনই বাঙালি। দিন দুই আগেই, এই ৩ তারকার শহরে ফেরার খবর মিলেছিল। মানসী ঘোষ একটি ছবি শেয়ার করেন সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে তিনি এবং শুভজিৎ চক্রবর্তী পাশাপাশি বসে। আর তাঁদের পাশে দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন প্রিয়াংশু দত্ত। আর ছবিটি তোলা হয়েছে প্লেনের ভিতরে।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে শ্রেয়ার ‘বাজি’ বাঙালি মানসী, কোথায় বাড়ি-কোথায় পড়াশোনা? বিজয় কি সময়ের অপেক্ষা?
নেটপাড়ায় বিরাট গুঞ্জন, মানসী ঘোষের হাত ধরে প্রথমবার ট্রফি এসছে বাংলায়। দমদম পাইকপাড়ার মেয়ের হাতে উঠেছে এই মিউজির রিয়েলিটি শো-র ট্রফি। আর সবচেয়ে উত্তেজক খবর হল, দ্বিতীয় স্থানাধিকারীও বাংলা থেকে, আর তিনি হলেন খড়গপুরের ছেলে শুভজিৎ। ‘পানওয়ালা’ ফার্স্ট রানার আপ। আর তৃতীয় স্থানে রয়েছেন স্নেহা শঙ্কর। যদিও চ্যানেল বা প্রতিযোগীদের তরফে, এই খবরে এখনও কোনও সিলমোহর মেলেনি। রবিবার রাত ৯টায় দেখা যাবে ফাইনাল।