TRENDING:

Indian Idol: ইন্ডিয়ান আইডলের মঞ্চে স্মরণীয় ঘটনা, প্রতিযোগীর গানে মঞ্চ কাঁপালেন শ্রেয়া ঘোষাল

Last Updated:

তবে এই গান একেবারেই অন্যরকম। একেবারে নতুন গানে গলা মিলিয়ে মঞ্চ কাঁপিয়েছেন গায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে  জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৩। শনিবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল। এই বিশেষ পর্বটি শ্রেয়ার ২১ বছরের সঙ্গীত জীবন এবং ভারতীয় সঙ্গীতে তাঁর অমূল্য অবদানের জন্য উৎসর্গ করা হয়েছে। এ দিনের পর্বে শ্রেয়ার উজ্জ্বল উপস্থিতি মন কেড়েছে দর্শকদের।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে স্মরণীয় ঘটনা, প্রতিযোগীর গানে মঞ্চ কাঁপালেন শ্রেয়া ঘোষাল!
ইন্ডিয়ান আইডলের মঞ্চে স্মরণীয় ঘটনা, প্রতিযোগীর গানে মঞ্চ কাঁপালেন শ্রেয়া ঘোষাল!
advertisement

আরও পড়ুন: সার্জারি ছাড়াই চেহারার এ কী দুর্দশা! অসুস্থতার কথা জানিয়ে ভেঙে পড়লেন রুবিনা

এ দিনের এপিসোডের মূল আকর্ষণ হল শ্রেয়া ঘোষালের গান। তবে এই গান একেবারেই অন্যরকম। একেবারে নতুন গানে গলা মিলিয়ে মঞ্চ কাঁপিয়েছেন গায়িকা। যদিওবা এই গানের সমস্ত কৃতিত্বই যায় শোয়ের এক প্রতিযোগীর উপর। কারণ গানটি তাঁরই রচনা করা। গানটি রচনা করেছেন এই শোয়েরই একজন প্রতিযোগী সেঁজুতি দাস।  এই বিশেষ এপিসোডে নিজের পারফরম্যান্সের  পরে শ্রেয়া ঘোষালের কাছে একটি বিশেষ অনুরোধ রাখেন  সেঁজুতি। তিনি বিচারকদের জানান, যে তিনি একজন সুরকারও। এবং শ্রেয়ার জন্য একটি গানও তৈরি করেছেন তিনি যা শুধু শ্রেয়ার গলাতেই মানাবে।

advertisement

আরও পড়ুন: জালনোটে কারবারে নেমে বিরাট 'বিপাকে' শাহিদ, তাড়া করছেন বিজয়, কেমন হল ফারজি

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

শ্রেয়ার উদ্দশ্যে সেজুতি বলেন, "আমি আপনার জন্য একটি গান রচনা করেছি এবং আমি বিশ্বাস করি যে এই গান একমাত্র আপনার কণ্ঠেই মানাবে । আমি আপনাকে আমার লেখা গানটি গাইতে অনুরোধ করতে চাই।” পরে সেঁজুতির প্রস্তাব মেনে নেন শ্রেয়া ঘোষাল। এবং সেঁজুতির লেখা গান গেয়ে দর্শকদের মন জয় করেন শ্রেয়া। এখানেই শেষ নয় এই গানটি কবে রেকর্ড করা হবে সেজুতিকে তাও জিজ্ঞাসা করেন গায়িকা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Idol: ইন্ডিয়ান আইডলের মঞ্চে স্মরণীয় ঘটনা, প্রতিযোগীর গানে মঞ্চ কাঁপালেন শ্রেয়া ঘোষাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল