আরও পড়ুন: সার্জারি ছাড়াই চেহারার এ কী দুর্দশা! অসুস্থতার কথা জানিয়ে ভেঙে পড়লেন রুবিনা
এ দিনের এপিসোডের মূল আকর্ষণ হল শ্রেয়া ঘোষালের গান। তবে এই গান একেবারেই অন্যরকম। একেবারে নতুন গানে গলা মিলিয়ে মঞ্চ কাঁপিয়েছেন গায়িকা। যদিওবা এই গানের সমস্ত কৃতিত্বই যায় শোয়ের এক প্রতিযোগীর উপর। কারণ গানটি তাঁরই রচনা করা। গানটি রচনা করেছেন এই শোয়েরই একজন প্রতিযোগী সেঁজুতি দাস। এই বিশেষ এপিসোডে নিজের পারফরম্যান্সের পরে শ্রেয়া ঘোষালের কাছে একটি বিশেষ অনুরোধ রাখেন সেঁজুতি। তিনি বিচারকদের জানান, যে তিনি একজন সুরকারও। এবং শ্রেয়ার জন্য একটি গানও তৈরি করেছেন তিনি যা শুধু শ্রেয়ার গলাতেই মানাবে।
advertisement
আরও পড়ুন: জালনোটে কারবারে নেমে বিরাট 'বিপাকে' শাহিদ, তাড়া করছেন বিজয়, কেমন হল ফারজি
শ্রেয়ার উদ্দশ্যে সেজুতি বলেন, "আমি আপনার জন্য একটি গান রচনা করেছি এবং আমি বিশ্বাস করি যে এই গান একমাত্র আপনার কণ্ঠেই মানাবে । আমি আপনাকে আমার লেখা গানটি গাইতে অনুরোধ করতে চাই।” পরে সেঁজুতির প্রস্তাব মেনে নেন শ্রেয়া ঘোষাল। এবং সেঁজুতির লেখা গান গেয়ে দর্শকদের মন জয় করেন শ্রেয়া। এখানেই শেষ নয় এই গানটি কবে রেকর্ড করা হবে সেজুতিকে তাও জিজ্ঞাসা করেন গায়িকা।