Farzi Review: জালনোটে কারবারে নেমে বিরাট 'বিপাকে' শাহিদ, তাড়া করছেন বিজয়, কেমন হল ফারজি

Last Updated:

Farzi Review: 'দ্য ফ্যামিলি ম্যান' খ্যাত রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি কে-র পরিচালনায় এই ওয়েব সিরিজ কেমন হবে, তা ঘিরে জল্পনা ছিল অনেকটাই।

কেমন হল ফারজি
কেমন হল ফারজি
নয়া দিল্লি: শাহিদ কাপুরের অভিনয় করা প্রথম ওয়েব সিরিজ 'ফারজি' নিয়ে উন্মাদনা তুঙ্গে সকলের। সিরিজের গল্প হচ্ছে এক সামান্য চিত্রশিল্পী থেকে গোটা দেশের জাল নোটের কারবারিদের অন্যতম হয়ে ওঠা। সামান্য চিত্রশিল্পী যে জাল নোটের নকশা হুবহু বানিয়ে কীভাবে বোকা বানাতে পারে দেশের গোয়েন্দাদের, তা এই ওয়েব সিরিজের কাহিনিতে প্রতিটি মোড়ে মোড়ে আছে।
কাহিনি শুরু হচ্ছে একটি সংবাদপত্র ঘিরে। 'ক্রান্তি ' নামে সেই সংবাদপত্র পর্দার শাহিদ কাপুরের ঠাকুরদা (অমল পালেকার) চালান। কিন্তু সেই সংবাদপত্রের সার্কুলেশন খুবই কম। বিক্রিও হয় না তেমন। ধার-দেনা অনেক। প্রায় বন্ধ হওয়ার মুখে শাহিদের ঠাকুরদার স্বপ্নের 'ত্রান্তি' পত্রিকা। এই অবস্থায় ঠাকুরদার স্বপ্নের পত্রিকা বাঁচানোর জন্য শাহিদের মাথায় আসে দুর্দান্ত প্ল্যান। আর সেই প্ল্যানই রাতারাতি তাঁকে কোটিপতি করে দেয়।
advertisement
'দ্য ফ্যামিলি ম্যান' খ্যাত রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি কে-র পরিচালনায় এই ওয়েব সিরিজ কেমন হবে, তা ঘিরে জল্পনা ছিল অনেকটাই। কিন্তু এই সিরিজ দর্শকদের মন যে অনেকখানি জয় করে নিয়েছেন, তা এর রিভিউয়ের দিকে নজর রাখলেই বোঝা যায়। তবে এখানেই শেষ নয়, 'ফারজি' সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে 'দ্য ফ্যামিলি ম্যান'-কে। ফারজির সিরিজে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখা যাবে, তাঁরা ফ্যামিলি ম্যান সিরিজেও ছিলেন।
advertisement
advertisement
কেমন হল ফারজি কেমন হল ফারজি
সিরিজে সানি ওরফে শাহিদ কাপুর এবং ফিরোজ ওরফে ভুবন আরোরার জুটি অনেকটা ফ্যামিলি ম্যানের তিওয়ারি এবং জেকের জুটিকে মনে করাবে। প্রথম সিরিজে শাহিদের অভিনয় নজর কেড়ে নিয়েছেন সকলের। সেই সঙ্গে এই সিরিজের অনবদ্য সরকারি গোয়েন্দা অফিসার মাইকেল ওরফে বিজয় সেতুপতিকে। এর পাশাপাশি ড্রাগ মাফিয়া কে কে মেনন তো আছেনই।
advertisement
সিরিজে মোট ৮টি এপিসোড রয়েছে। প্রত্যেকটি এপিসোড ৪৫ মিনিট থেকে শুরু করে ৬০ মিনিটের কাছাকাছি। গল্পের কাহিনি কোথাও একটু ধীর, আবার কোথাও এমন গতিও পেয়েছে যে আপনি চোখ ফেরাতে পারবেন না। অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পেয়েছে 'ফারজি'। রিভিউতে দর্শকদের দেদার প্রশংসা পেয়েছে এই ওয়েব সিরিজ। আইএমডিবিতে এর রেটিং ১০-এ ৮.৬।
advertisement
তবে ফারজিতে সানি-ফিরোজের যাত্রা শেষ হয়ে যায়নি। কোনওরকমে পুলিশের হাত থেকে পালানো সানি পরে কী তাল পাকাতে চলেছে, মাইকেল আদৌ নিজের কাজে সাফল্য পাবেন কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে পরের সিজনের জন্য।
advertisement
শুধু তাই হয়তো আগামী কোনও সিরিজে 'ফ্যামিলি ম্যান' এর তিওয়ারির সঙ্গে 'ফারজি'র মাইকেলকেও একসঙ্গে দেখা যেতে পারে। এখন রাজ এবং কৃষ্ণর গল্পের মোড় আগামী দিনে কোন দিকে নিয়ে যান, সেই জন্য অপেক্ষা করতে হবে আমাদের সকলকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farzi Review: জালনোটে কারবারে নেমে বিরাট 'বিপাকে' শাহিদ, তাড়া করছেন বিজয়, কেমন হল ফারজি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement