Bengali Web series: ‘অবনী সেনের ৭নং কেস’-এর প্রিমিয়ারে তারকার মেলা, ব্যর্থ গোয়েন্দার গল্পে বাজিমাত
- Published by:Teesta Barman
- Written by:Manash Basak
Last Updated:
Bengali Web series: পরিচালক বলেন, ‘‘এই সিরিজের বিষয়বস্তু যতটা না ‘ডিটেকটিভ স্টোরি’, তার থেকে অনেক বেশি এক জন ডিটেকটিভের স্টোরি। রেডিমেড হিরোয়িক গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার না হয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার যাত্রাটা দেখি।’’
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণারঞ্জনের সুপুত্র কখনওই তার যোগ্য উত্তরসূরি হতে পারেনি। কিন্তু ছোটবেলায় অবনী যখন তার ঠাকুমার কাছে দক্ষিণারঞ্জনের রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হওয়ার ভূত জাঁকিয়ে বসে। বাবার নাম ভাঙিয়ে ৬টা কেসও সে পায়। কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনও কেসই সে সমাধান করতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ। এখন তাকে সবাই ডিটেকটিভ নয়, ডিফেকটিভ নামে ডাকে। এই সিরিজের প্রথম সিজন শুরু হয় এখানেই।
advertisement