TRENDING:

Natasha Diddee Death: অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার, মাত্র ৫০-এ সব শেষ! শোকের ছায়া নেটদুনিয়ায়

Last Updated:

Natasha Diddee Death: আবারও একটা খারাপ খবর৷ অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার নাতাশা দিদ্দি৷ সকলের কাছে যিনি দ্য গুটলেস ফুডি নামে পরিচিত ছিলেন৷ ২৪ মার্চ, রবিবার আচমকাই প্রয়াত হলেন নাতাশা দিদ্দি৷ I

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণে: আবারও একটা খারাপ খবর৷ অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার নাতাশা দিদ্দি৷ সকলের কাছে যিনি দ্য গুটলেস ফুডি নামে পরিচিত ছিলেন৷ ২৪ মার্চ, রবিবার আচমকাই প্রয়াত হলেন নাতাশা দিদ্দি৷ মৃত্যুকালে মাত্র বয়স হয়েছিল ৫০ বছর
অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার, মাত্র ৫০-এ সব শেষ! শোকের ছায়া নেটদুনিয়ায়
অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার, মাত্র ৫০-এ সব শেষ! শোকের ছায়া নেটদুনিয়ায়
advertisement

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি৷ নাতাশার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর স্বামী৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন- অত্যন্ত বেদনাদায়ক একটা খবর,অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার স্ত্রী নাতাশা দিদ্দি ওরফে দ্য গুটলেস ফুডি আর নেই৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে নেটদুনিয়ায়৷

আরও পড়ুন-   চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নাতাশা৷ বহু বছর আগেই পাকস্থলীতে টিউমার হয়েছিল৷ যার কারণে তা পাকস্থলী কেটে বাদ দেওয়া হয়েছিল ১২ বছর আগেই৷ দীর্ঘ এত বছর পাকস্থলী ছাড়াই বেঁচেছিলেন নাতাশা৷ তবে সম্প্রতি বমিভাব, ডায়রিয়া, মাথা ঘোরা, ক্লান্তির মতো সমস্যায় ভুগছিলেন তিনি৷ অবশেষে আর শেষরক্ষা হল না৷ অকালে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার৷ পেশায় বাবুর্চি শেফ নাতাশার স্বামী জানিয়েছেন, দ্য গুটলেস ফুডি-অ্যাকাউন্টটি ডিলিট করা হবে না৷ কারণ তাঁর এই অ্যাকাউন্টে করা বিভিন্ন পোস্ট দেখতে বারেবারে ফিরে আসেন অনুসরণকারীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Natasha Diddee Death: অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার, মাত্র ৫০-এ সব শেষ! শোকের ছায়া নেটদুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল