TRENDING:

ফের আসছে ইন্ডিয়ান, কমল হাসানের লুক তাক লাগাবে !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ১৯৯৪ সালে আলোড়ন তুলেছিল কমল হাসানের ছবি ইন্ডিয়ান৷ অসৎ ও দুনীর্তির বিরুদ্ধে লড়েছিলেন সেনাপতি ! সেই লড়াই আবার শুরু হতে চলেছে ৷ কেননা এবার আসছে, ইন্ডিয়ান টু !
advertisement

সম্প্রতি ছবির পরিচালক শঙ্কর সামনে এনেছেন ইন্ডিয়ান টু-এর ফার্স্টলুক ৷ আর এই ফার্স্টলুকেই ফের অন্যরূপে দেখা গিয়েছে কমল হাসানকে ৷

১৯৯৪ সালে মুক্তি পেয়ছিল ইন্ডিয়ান ৷ ছবিতে কমল হাসান ছিলেন দ্বৈত চরিত্রে ৷ এছাড়াও অভিনয় করেছিলেন মণীষা কৈরালা ও উর্মিলা ৷ সেই ছবিরই এবার সিকুয়েলের পালা ৷ এই ছবিতে কমল হাসান তো রয়েইছেন, সঙ্গে রয়েছে কাজল আগরওয়াল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের আসছে ইন্ডিয়ান, কমল হাসানের লুক তাক লাগাবে !