উৎসবের সলতে পাকানো শুরু হয়েছিল আগের দিন রাত থেকেই ৷ তার ছবিও ফেসবুকে শেয়ার করেছিলেন গায়িকা ৷ রবিবার রাতে ইমন ছবি পোস্ট করেন, যেখানে তাঁর বাড়িতে চলছে আলপনা আঁকার কাজ ৷ পাশাপাশি, রান্নাঘরে বাকিদের সঙ্গে হাত মিলিয়ে মিষ্টান্ন তৈরির কাজও এগিয়ে রেখেছিলেন গায়িকা ৷
advertisement
সোমবার সকালে উঠেই যোগ দিয়েছেন চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে ৷ সেখানে ইমনের সম্পূর্ণ সনাতনী সাজে যোগ্য সঙ্গত দিয়েছে ওড়িশার শাড়ি এবং খোঁপা ঘিরে থাকা জুঁইয়ের মোটা মালা ৷ তার পর বাড়ি ফিরে যোগ দিলেন পারিবারিক জগন্নাথ আরাধনায় ৷ সেখানেও তাঁর সাজ একইরকম ৷ শুধু পরনের শাড়ি পাল্টে গিয়েছিল ৷ পরেছিলেন ওড়িশারই অন্য একটি স্নিগ্ধ শাড়ি ৷ চুলের মালা মলিন হলেও অক্ষত ৷ পুজো, যজ্ঞর পর পুষ্পাঞ্জলি ৷
ফুলের মালায় সাজানো রথে (Rathyatra) জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে পথে বার হলেন বিকেলে ৷ চোখে মুখে শ্রান্তির ছাপ স্পষ্ট ৷ কিন্তু উৎসাহে কোনও ভাটা নেই ৷
তবে রথযাত্রার ছবি ও ভিডিয়ো দিয়েও ট্রোলড হয়েছেন ইমন ৷ নেটিজেনের প্রশ্ন, রথ নিয়ে শোভাযাত্রায় তাঁদের সকলের মুখে মাস্ক নেই কেন? অবশ্য ট্রোলিং এর শিকার আগেও হয়েছেন তিনি ৷ ইয়াসধ্বস্ত এলাকায় ত্রাণবণ্টন থেকে নিজের বাড়িতে যোগাভ্যাস চর্চা, ইমনকে ঘিরে ট্রোলিং নিরবচ্ছিন্ন৷ পাল্টা উত্তর দিয়েছেন গায়িকা নিজেও ৷ তবে ট্রোলিং উপেক্ষা করে নিজের লক্ষ্যে অবিচল থাকতেই পথন্দ করেন ইমন ৷ কারণ তিনি বিশ্বাস করেন, ‘ভাল থাকাটা একটা আর্ট ৷ সবাই পারে না ৷’