TRENDING:

ঐন্দ্রিলার অসুস্থতা রাতের ঘুম কেড়েছে ইমনের! ভালবাসাই বাঁচতে শেখায়! প্রেমই নতুন জীবন দেবে, বিশ্বাস শিল্পীর

Last Updated:

মাত্র ২৪ বছর বয়সি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা লড়ছেন মরণ-বাঁচন লড়াই। আর সেই লড়াইয়ের জয়ের প্রার্থনায় যেন এক হয়েছে আসমুদ্রহিমাচল। শারীরিকভাবে পাশে না থাকতে পারলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনও আমেরিকা কখনও এই রাজ্যেরই কোনও অখ্যাত গ্রাম থেকে ভেসে আসছে আর্তি, 'কোনওভাবে ফিরে আসুক ঐন্দ্রিলা'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঐন্দ্রিলা প্রসঙ্গে আবেগঘন পোস্ট সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর
ঐন্দ্রিলা প্রসঙ্গে আবেগঘন পোস্ট সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর
advertisement

মাত্র ২৪ বছর বয়সি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা লড়ছেন মরণ-বাঁচন লড়াই। আর সেই লড়াইয়ের জয়ের প্রার্থনায় যেন এক হয়েছে আসমুদ্রহিমাচল। শারীরিকভাবে পাশে না থাকতে পারলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনও আমেরিকা কখনও এই রাজ্যেরই কোনও অখ্যাত গ্রাম থেকে ভেসে আসছে আর্তি, 'কোনওভাবে ফিরে আসুক ঐন্দ্রিলা'। 'কোনও ভাবে যেন জিতে যায় মেয়েটা'! একের পর এক সোশ্যাল পোস্টে বার্তা ছড়িয়ে পড়ছে বার বার। আজ ভোর পাঁচটা নাগাদ একটি পোস্টে সংগীতশিল্পী ইমন চক্রবর্তী শেয়ার করেছেন তাঁর ব্যক্তিগত অনুভূতি। তিনি লেখেন, কাছের মানুষকে চিনে নেওয়ার নিরিখে ঐন্দ্রিলা জয়ী! সে চিনেছে তাঁর একান্ত কাছের মানুষটিকে। আর সঠিক চিনেছে। শিল্পী নিজের পোস্টে লেখেন, "আজ সারারাত ঘুম এলো না. এলো না মানে এলোইনা। ঐন্দ্রিলাকে আমি কখনো দেখিনি. লকডাউনের সময় থেকে ওর সাথে ইনস্টাগ্রাম এ কথা হত। শেষ কথা ২৬ অক্টোবর হল। তারপর এই ঘটন। ওতো ওর লড়াই লড়ে যাচ্ছে। তবে ওর বাড়ির লোক, ওর সঙ্গী সব্যসাচী এবং আরো অনেকের লড়াইটাও খুব খুব কঠিন। থাকবে কি থাকবে না এই প্রশ্ন যখন সামনে আসে, তখন জীবন সবচেয়ে কঠিন হয়. কত মানুষ আজ ওর জন্য জেগে আছেন, প্রার্থনা করছেন। কে বলে মানুষ মানুষের জন্য নয়? এতগুলো মানুষও ওদের লড়াইয়ের সঙ্গী হল। আমিও হলাম।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইমন লেখেন, "সময় খুব কম, যেই মানুষগুলো সত্যি ভালোবাসে আমরা আজীবন তাঁদের চিনতে পারি না, ঠকাই, কষ্ট দিই, সেখানেই আমরা হেরে যাই। অন্তত ঐন্দ্রিলা কাছের মানুষ চিনেছে। আর একদম ঠিক চিনেছে। এখানে কি ও জিতে যায়নি বলুন?"

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঐন্দ্রিলার অসুস্থতা রাতের ঘুম কেড়েছে ইমনের! ভালবাসাই বাঁচতে শেখায়! প্রেমই নতুন জীবন দেবে, বিশ্বাস শিল্পীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল