মা হতে চলার এই যাত্রার কথা বলতে গিয়ে আবেগতাড়িত ইলিয়ানা৷ এই যাত্রাপথে প্রতিটি মুহূর্তে তাঁর পাশে আছেন তাঁর প্রেমিক৷ সমস্ত ঝড় ঝঞ্ঝা থেকে তাঁকে আগলে রাখছেন৷ ইনস্টাগ্রামে ইলিয়ানা লিখেছেন, ‘মা হওয়া একটি অপূর্ব সুন্দর আশির্বাদ৷ এই অদ্ভুত সুন্দর অনুভূতির কথা কীভাবে ভাষায় প্রকাশ করব বুঝতেই পারছি না৷ একটি প্রাণ তোমার মধ্যে আসতে আসতে বেড়ে উঠছে৷ নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাই৷ আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি৷’
advertisement
আবেগ যে সবসময় খুশির তা কিন্তু মোটেই নয়৷ কখনও কখনও চেপে ধরে বুক চাপা কষ্ট৷ সেই দিনগুলোর কথাও লিখতে ভোলেননি অভিনেত্রী৷ ‘কিছু দিন আছে যেগুলো সত্যিই প্রচণ্ড কষ্টের৷ সব কিছুই আশাহীন মনে হয়৷ কান্না ভেসে আসে৷ নিজেকে যেন দোষী মনে হয়৷ আমি আমার মতো করে চেষ্টা করছি। আমার কৃতজ্ঞ হওয়া উচিত। এত ছোট ছোট বিষয়ে কান্নাকাটি করা মোটেই উচিত নয়। আমাকে আরও শক্ত হতে হবে। জানি না আমি কেমন মা হব। শুধু একটা কথা জানি, এই ছোট্ট মানুষটিকে আমি এখন থেকেই প্রচণ্ড ভালবাসি৷ আমার মনে হয় এখনও পর্যন্ত এটাই যথেষ্ট৷’
দিন ভাল হোক কিংবা খারাপ, প্রতিটি মুহূর্তে তাঁকে আগলে রেখেছেন তাঁর প্রেমিক৷ তাই সেই বিশেষ মানুষটির সম্পর্কে ইলিয়ানা লিখেছেন,‘ যেদিন আমি নিজের প্রতি সদয় হতে ভুলে যাই, সেদিন এই মানুষটা আমার পাশে থাকে৷ আমি যখন ভাঙতে শুরু করি তখন আমায় আঁকড়ে ধরে থাকে৷ আমার চোখের জল মুছিয়ে দেয়৷ আমায় হাসায়৷ ও জানে কখন আমার মন কী বলে৷ ঠিক তখনই আমায় জড়িয়ে ধরে৷ ও পাশে থাকলে আমার মনে হয় জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছে৷’
আরও পড়ুন: ধন-কুবেরদের হার মানান! ইনিই নাকি নাইসার প্রেমিক, কাজলের মেয়ের কাছের মানুষটি কে
বছরের শুরুর দিকেই মা হওয়ার সুখবর প্রকাশ্যে এনেছেন বলি অভিনেত্রী৷ প্রমিকের পরিচয় পুরোপুরি ভাবে এখনও সামনে আনেননি ইলিয়ানা৷ তবে তাঁর সন্তানের বাবা যে তাঁর পাশে আছেন তা এই পোস্ট থেকেই স্পষ্ট৷